14 Apr 2018

আসিফাদের জন্য

আসিফাদের জন্য
************
আকাশের মুখ আজ বড়ই কঠোর
চাঁদ, তারারা লজ্জায় মুখ লুকিয়েছে
কালো ঘন মেঘের আস্তরণে !
গাছেদের পাতায় পাতায় হাহাকার,
বাতাসে প্রতিবাদের আলোড়ন !
নদীরা ছুটে চলেছে সাগর অভিমুখ
এক কঠিন কঠোর বার্তা নিয়ে,
অশান্ত ঢেউরা ফুঁসে উঠছে রাগে !
 --
বসুন্ধরা আজ বিচার চাইছে,
তাঁর হাজার হাজার আসিফার জন্য,
তাঁর হাজারও ফুলের কলির জন্য,  
নতুন বছরে সূর্য কি মাথা তুলতে পারবে !
আসিফরা আজ দুহাত পেতেছে বিচারের আশায়,
একটা, অন্তত একটা মানব বন্ধন হোক দেশজুড়ে
কৃমিকীট রা বুঝুক শুধু ধর্ষক নয়
 মানুষ ও আছে এ সমাজে !
------------------------------

No comments:

Post a Comment