1 Jan 2020

আরও একটা বছর

পৃথিবীর আরও একটা বছর বয়েস বাড়ল,
প্রকৃতির আরও একটা বছর বয়স বাড়ল,
আর বয়স বাড়ল বিশ্বব্রম্ভান্ডের ,
তোমার, আমার সকলর ই আরও একটা করে বয়েস বাড়ল,
কিন্তু মানুষের কি বয়স বাড়ল!
আশা করতে দোষ কোথায় একদিন মানুষের বয়েস ঠিক বাড়বে।
আর কোন কাশ্মীর, বা আসাম ঘটবে না,
কোন শিক্ষাঙ্গন রণাঙ্গনে পরিণত হবেনা,
আর কোন শিশু আর নারী ধর্ষিতা হর্বেনা।
মানুষের রক্তে কলুষিত হবে না মানুষের হাত,
পৃথিবীর বুকে আর কখন সাম্রাজ্যবাদী আর সন্ত্রাসবাদীদের কালহাত  
আর কোন সিরিয়া বা ইরান,
আফগানিস্তান বা প্যালেস্টাইন ঘটাতে পারবেনা।
মহাকালের রথচক্রের সাথে তাল মিলিয়ে পরিণত হবে তাদের বিবেক, বুদ্ধি, বিচার ক্ষমতা,
বাড়বে সহনশীলতা, প্রকৃত মানুষ হয়ে উঠবে।
জন্মসূত্রেই সে যে বিশ্বনাগরিক, সে সত্য কে হৃদয়ে উপলব্ধি করবে,
দুহাজার কুড়ি যেন এই শপথে নিজেকে রাঙিয়ে তুলতে পারে

No comments:

Post a Comment