12 Jan 2020

সময় - 3

সময় - 3
*************

সময় ছুটে চলেছে নিক্তির ওজনে
দাঁড়িপাল্লার মত দোদুল্যমান জীবনপ্রবাহ ;
---
একদিকে সর্বগ্রাসী ক্ষুধা, সারা পৃথিবীটাকে গিলে খাবার চেষ্টা
হৃদয় মোচড়ানো উন্মত্ত ঢেউয়ের ঘূর্ণাবর্ত,
মেঘেদের নিঃশব্দ হাহাকার আর দ্বিপ্রহরে মলিন আলোর একাকিত্ব,
বিধ্বংসী বজ্রপাতে পুড়ে যায় নোঙ্গর ফেলা জীবনযাত্রা।
---
অন্যদিকে পাখির পালকে লুকিয়ে থাকা কত সোনালি স্বপ্ন, 
বিশাল জঙ্গল ঘেরা পাহাড়ের পায়ের কাছে এলিয়ে থাকা আদিবাসী গ্রাম,
শাল পিয়ালের বনে দ্রিমিদ্রিমি মাদলে ডানা ঝাপটানো ইচ্ছেরা
আর বুকভরা মহুলফুলের মাতাল করা ঘ্রাান মেশাা নিঃশ্বাস। 
---
মহাশূন্যে ফুটে আছে অজন্তার, ইলোরার চাঁদ, তারারা
গুঁড়ি মেরে ঢোকা শিউলিগন্ধ ভোরে মায়াময় আবেশ,
গোধূলীর আলোমাখা আঁচল আর সাদাকালো মেঘের জাফরী
হরিণের চকিত অধরা চাউনি আর মুঠোভরা জোৎস্নার স্বপ্নিল আশা।
---
চতুর্দিকে শুধু মন আর দেহের প্রতিটি কোষের আগ্রাসী লালসা
পরিবর্তে, তির তির করে বয়ে চলা সময়ের নূপুর ঝংকারের সাথে
দমরু হাতে জনতা নটরাজের প্রলয়ংকরী তান্ডব নৃত্যে,
অগ্নিশুদ্ধ রক্তিম শিশুসূর্যের যেন নতুন এক ভোরের আহবান।
/-------------------------------------------------------------------------/------------------------------------------------------------------------------------/

No comments:

Post a Comment