11 Feb 2020

সন্তরণ

সন্তরণ
********
অথৈ জলরাশি ফুঁসে ফুঁসে উঠেছে
সুবিশাল ঢেউ, ঢেউ এর পর ঢেউ
প্রবল কলোরোলে আছড়ে পড়ছে তটভূমে 
সব কিছুকে আকর্ষন করে ফিরে চলে অনন্তের পানে। 
জোয়ার ভাটা, আকর্ষণ বিকর্ষণ, কূলে অকূলে
নিরন্তর খেলা আর খেলা, ভাঙা আর গড়া। 
--
থৈ থৈ জল, মানুষ  হাতপা ছুঁড়ে চলেছে 
উদয়ের পথে এগিয়ে যাবার বাসনায়
কখনো জোয়ারের বিপুল টানে ভেসে যাওয়া অনেক দূর
পর মুহূর্তে ভাটার টানে তার চেয়েও বেশী পিছিয়ে আসা 
তবু দুরন্ত প্রচেষ্টা দিগন্তের নীলে সাঁতার কাটার 
কত যে সাধ নীল আকাশে মুক্ত বিহঙ্গের মত পাখা মেলা।
--
অন্তরের গোলাপী ইচ্ছেরা সবুজ প্রজাপতির মত পাখনা মেলে 
আজীবনের গোপন স্বপ্নগুলি বরফসাদা খরগোশের মত চকিতে সামনে এসে দাঁড়ায়,
মৌচাক মনে সুপ্ত পুরাতন আখরগুলি বৈরাগী আলোর চিত্রপটে ভেসে ওঠে
ঘুম ভাঙানি বেলাভূমির আকুল করা আহবান গানের মত মর্মে প্রবেশ করে
মায়াময় প্রবাল দ্বীপ, রাতের সাগরে ডুব দিয়ে ওঠে মুঠো ভরা জোৎস্না 
ঝড়ের ভ্রূকুটি কে উপেক্ষা করে শুধু এগিয়ে চলা খসে পড়া তারাদের ধরতে। 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------







No comments:

Post a Comment