1 May 2020

শ্রমিক প্রবাসী।

শ্রমিক প্রবাসী
***********

ইদানিং করোনার প্রভাবে দেশজুড়ে লকডাউনের ফলে চূড়ান্ত দুর্দ্দশাগ্রস্থ প্রবাসী শ্রমিকদের ভিনপ্রদেশে আটকে পরার খবর কাগজে পড়তে পড়তে আমার ৭১/৭২ সালের দুটো অভিজ্ঞতার কথা রোজই খুব মনে হয়। বর্তমানে লেখা-পড়া নিয়ে আমার দীর্ঘ্য দিন ধরে একটা খরা চলছে। তাই জীবনের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলি লিখে ফেলার কাজ আটকে গেছে। যদি পরবর্ত্তী প্রজন্মের কখন কোন কাজে লাগে ভেবে, আজ শ্রমিক দিবসে নিজেকে প্রায় চাবুক মেরে এই অভিজ্ঞতা দুটি লিখতে বসেছি।
__________________________________________________________________________________________

No comments:

Post a Comment