অনামিকা
*******
রোদের কনকচাঁপা আলোয়
কে তুমি শুয়ে আছ অনামিকা
নিস্তব্ধ, নিথর দেহবল্লরি,
চাদরে ডাকা নিঝুম, নিশ্চুপ।
---
ওঠ, চোখ মেলে চাও
দেখ তোমার বুকের মানিক
তোমাকে ডেকে চলেছে
অসহায় আকুল আধো বুলিতে।
---
ছোট্ট শরীরটা নিয়ে ঝাঁপিয়ে
পড়ছে তোমার বুকের পরে
সাড়া না পেয়ে ক্ষুদে ক্ষুদে
হাতে টাানছে তোমার চাদর ।
---
*******
রোদের কনকচাঁপা আলোয়
কে তুমি শুয়ে আছ অনামিকা
নিস্তব্ধ, নিথর দেহবল্লরি,
চাদরে ডাকা নিঝুম, নিশ্চুপ।
---
ওঠ, চোখ মেলে চাও
দেখ তোমার বুকের মানিক
তোমাকে ডেকে চলেছে
অসহায় আকুল আধো বুলিতে।
---
ছোট্ট শরীরটা নিয়ে ঝাঁপিয়ে
পড়ছে তোমার বুকের পরে
সাড়া না পেয়ে ক্ষুদে ক্ষুদে
হাতে টাানছে তোমার চাদর ।
---
ছোট ছোট পায়ে চক্রাকারে
ঘুরছে তোমারই চারিপাশে
ওর যে বড় খিদে পেয়েছে
তুমি ওর একমাত্র অবলম্বন।
---
বহুপথ বুঝি পার হয়ে এসেছ
পায়ে হেঁটে, দমবন্ধ বাাসে, ট্রেনে
তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, অবসন্ন দেহে
বুকের দুধ দিয়ে বাঁচিয়ে রেখেছ সন্তানকে
---
আজ তুমি নিস্প্রান অনামিকা
ছোট্ট সোনামনিটার তো সেটা
জানা নেই, বোঝার কথাও নয়
স্থবির চারিপাশ আজ শূন্য,খাঁ খাঁ।
---
নিশ্চল তুমি যে ভুঁয়ে পড়ে আছ
তার কান্না শিশু তো বোঝে না
বাতাসের হাহাকারও তার
অন্তরে জানান দেয় না।
---
কঠিন কঠোর সময়
বিবেহীন সমাজ শুস্ক
ঘুরছে তোমারই চারিপাশে
ওর যে বড় খিদে পেয়েছে
তুমি ওর একমাত্র অবলম্বন।
---
বহুপথ বুঝি পার হয়ে এসেছ
পায়ে হেঁটে, দমবন্ধ বাাসে, ট্রেনে
তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, অবসন্ন দেহে
বুকের দুধ দিয়ে বাঁচিয়ে রেখেছ সন্তানকে
---
আজ তুমি নিস্প্রান অনামিকা
ছোট্ট সোনামনিটার তো সেটা
জানা নেই, বোঝার কথাও নয়
স্থবির চারিপাশ আজ শূন্য,খাঁ খাঁ।
---
নিশ্চল তুমি যে ভুঁয়ে পড়ে আছ
তার কান্না শিশু তো বোঝে না
বাতাসের হাহাকারও তার
অন্তরে জানান দেয় না।
---
কঠিন কঠোর সময়
বিবেহীন সমাজ শুস্ক
চোখে শুধু চেয়ে দেখে
দুহাত বাড়িয়ে কোলে টেনে
নেবার কেউ কোথাও নেই
নির্মম নির্দয় এক স্বার্থপর দিন।
দুহাত বাড়িয়ে কোলে টেনে
নেবার কেউ কোথাও নেই
নির্মম নির্দয় এক স্বার্থপর দিন।
---
নিস্তব্দ্ধতার মাঝেও যে
শব্দ থাকে তাও এখন স্তব্ধ
ঘনঘোর অন্ধকারের মাঝে যে
আলো থাকে তা নিশ্ছিদ্র কালো
মানুষ আজ মুক, অন্ধ, বধির !
এ শিশুই হয়ে উঠুক আগামী দিনের যীশু।
--------------------------------------------------------------------------------------------------------------------------
আলো থাকে তা নিশ্ছিদ্র কালো
মানুষ আজ মুক, অন্ধ, বধির !
এ শিশুই হয়ে উঠুক আগামী দিনের যীশু।
--------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment