দাবানল
*******
জঙ্গল পুড়ছপুড়ছে খেতখামার
কুঁড়েঘর পুড়ছে।
কুঁড়েঘর পুড়ছে।
ভাঙছে পাহাড়
গ্রামগঞ্জ ভাঙছেউৎসাহ দেয়
ভাঙছে ছাপোষা বাড়ী।
হারিয়ে গেছে পুরনো পাড়া
মূল্যবোধ হারিয়ে গেছে
হারিয়ে গেছে পাশের বাড়ী।
কাটছে গাছ
মানুষ কাটছে
কাটছে নদীর পাড়।
গড়ছে বহুতল
চোখ ধাঁধানো শপিংমল
গড়ছে আইটি সেক্টর।
লোপাট মুদির দোকান
পাড়ার ডাক্তারখানা লোপাট
লোপাট দেশী ওষুধের দোকান।
বিক্রি হচ্ছে জুটমিল
দেশের কারখানা বিক্রি
বিক্রি আছে মানুষের মগজ।
নিলামে উঠেছে ভালোবাসা
বিবেক নিলাম হচ্ছে
নিলামে উঠেছে মনুষত্ব।
জ্বলে ওঠ রে মানুষ জ্বলে ওঠ
প্রতিবাদের স্ফুলিঙ্গ
জ্বালুক প্রতিরোধের দাবানল।
*************************************************************************
No comments:
Post a Comment