17 Jun 2024

গনদেবী

গণদেবী , 
*************
হে মা দুর্গা, দুর্গতিনাশিনী 
অঙ্গে তোমার সোনার শাড়ী
নানা রত্নে খচিত মিনাকারী
সাথে কার্তিক, গণেশ, লক্ষী স্বরস্বতী,
মূল্যবান অলংকারে ভূষিতা
রাজকীয় মন্ডপে অধিষ্ঠিতা
সুচন্দন চর্চিতা, সুগন্ধি ফুলসাজে সজ্জিতা
কোটি কোটি অর্থে তুমি আজ আরাধিতা।
---
সহস্র কোটি জনগন 
নাকি তোমার সন্তান, 
কোথায় মা তাঁদের সহায়
জীবন বিভীষিকা ময়,
পরনে তাদের ছিন্ন বাস
প্রাত্যহিক উপবাস,
শীত, গ্রীষ্ম, বর্ষা
নেই কোন ভরসা।
---- 
তুলে নাও হাতিয়ার, জাগ গনদেবী
শ্রমিক রমণী তুলে নাও হাতুড়ি,
কৃষাণী ধর টাঙি, হে নারী আদিবাসী 
আনো বর্শা, বল্লম সকল মেহনতী নারী,
তোমরাই দূর্গা, তোমরা কালী
তোমরা চামুন্ডা, তোমরাই রনচন্ডী
তোমারা ধরিত্রী, তোমারই গনদেবী
নব জীবনদাত্রী, আলোর দিশারী।
---
চলমান স্রোত, তোমরা তো নদী
তোমরাই আশা, মন পরিযায়ী 
তোমরা স্বপন, আলোর দিশারী
জন্মভূমি, জন্মদাত্রী, বীর প্রসবিনী
গড়ে তোল এক নতুন পৃথিবী।

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






No comments:

Post a Comment