আমার মা
*******
পুতুল পুতুল গড়ন ,
চাঁপা নাক, টুকটুকে রঙ ,
গলায় কোকিলের মিষ্টি সুর,
লম্বা বাদামী চুল, ডাগর দুটি চোখ,
পাতলা লাল ঠোঁট, পানপাতা মুখ,
সবার আপনজন, নাম ছিল তার পুতুল।
---
স্নেহরসে পরিপূর্ন এক মানুষ
কথা খোলামেলা, সোজা সাপ্টা,
পাখির মতো শরীরে তাঁর হাতির বল,
দিন ভর ব্যস্ততা, আর ঘোড়ার মত ছোটা,
পাহাড়ের ঋজুতা মনে, হৃদয় তাঁর সমুদ্রের মত,
সারা জীবন ভরে শুধু কলুর বলদের বোঝা বওয়া।
_________________________________________________________________________________________
No comments:
Post a Comment