24 Jan 2016

খরা - 2

খরা
***
জীবনে চলার পথে পথে
অনিশ্চয়তার বাঁকে বাঁকে,
মনের দুর্বলতার ফোকর
গলে, খরার বান ডাকে।
--

কে জানে কোন সুদূরে,
আবেগ রা যায় ভেসে, 
ভাবনা গুলি হারিয়ে যায়
গহন অন্ধকার আকাশে।
--

ভোরের বাতাসের শব্দ
জাগায় না শিহরণ,
সাগরের দুরন্ত হিল্লোল
তোলে না আলোড়ন।
--

জোত্স্নার গন্ধ
ছড়ায় না পুলক,
কোথায় তারাদের  
ঝিলিমিলি ঝলক!
--

শিশির ভেজা মাটি,
আজ যেন শুষ্ক ফুটিফাটা,
দাঁড়িয়ে পাতাঝরা গাছেদের কঙ্কাল
নেই সবুজের ছিটেফোঁটা। 
 --

কল্পনারা পাখনা মেলেনা
চারিধারে ঘোর অমানিশা,
কবে হাসবে নতুন সূর্য
দেখাবে নতুন পথের দিশা।
--------------------------------------------------------------------------------------------------------------------------------













No comments:

Post a Comment