30 Jan 2016

মহাজাগর

মহাজাগর  
*******
আমাদের পরিচয় মানুষ, 
মানবিকতাই যার ধর্ম।
সকলেরই শরীরে প্রবাহিত
যে রক্ত লাল তার বর্ণ
আদিম কাল থেকে বিবর্তনের
লব্ধ জ্ঞানই আমাদের গর্ব।  
--
সকলের ক্ষুধার অন্ন
মাঠ ভরা সোনার ফসল। 
পরণের মোটা কাপড়,
শীত, গ্রীষ্ম, জল। 
সরল জীবন, সৃষ্টির সুখ,
রোপিত হবে কত ফুল, কত ফল।
--
বারুদের গন্ধ নয়, নির্মল বাতাস,
ভেজা আকাশে সাতরঙা রামধনু।
রক্ত নয়, ঘাসের ডগায়,
ভোরের মুক্তঝরা শিশির বিন্দু।
হিংসা নয়, বিদ্বেষ নয়,
বইবে ভালবাসার সিন্ধু।
--
আমদের সকলের বাস,
একটি মাত্র গ্রহে।
পৃথিবী তার নাম,
স্থান বিশ্ব ব্রম্ভান্ডে।
মাটির এই ধরনীতে যখন আসবে মহাজাগর,
মহামিলন ঘটবে সেই মহালগ্নে। 
--
সেই আমাদের একমাত্র স্বপ্ন,
একটি মাত্র আশা। 
সেই আমাদের পরম সুখ,
আজীবনের প্রত্যাশা।
যেদিন বাজবে সে মহাডঙ্কা,
জাগবে জীবনের প্রতি অকৃত্তিম ভালবাসা। 

-------------------------------------------------------------------------------------------------------------------------------














No comments:

Post a Comment