একা চাঁদ কাঁদে
**********
সাথী হারা চাঁদ আজ একা কাঁদে আকাশে,
তারাদের খোঁজে ভেসে বেড়ায় মেঘের সাগরে
বিরহে ঝাঁপিয়ে পড়ে পৃথিবীর কোলে অবশেষে,
বিশাল সাগরে উন্মত্ত ঢেউয়ের দল সাদরে
বরণ করে নেয় তারে, আনন্দে ভালবেসে।
--
বেলাভূমিতে আছড়ে পড়ে তরঙ্গের তালে তালে
তারই টানে আবার ফিরে যায় গভীর সাগর জলে
প্রহরের পর প্রহর কাটে, উল্লসিত চাঁদের খেলা চলে,
দূর থেকে দূরান্তে ভেসে যায়, গভীর থেকে গভীরতর জলে
শান্ত সমাহিত সমুদ্রে তারাদের আবার খোঁজ মেলে।
--
অভিমানী চাঁদ অবাক বিস্ময়ে চায় চির সাথীদের দিকে
ঝিকি মিকি তারাদের দল যেন হাসে তাকে ঘিরে ধরে
মেতে ওঠে ধুসর মাটি, দিগন্তে বাতাস দোলা দিয়ে যায় বনানীকে,
প্রকৃতি জানে সময় আগত, জেগে ওঠে আকাশ মাথার উপরে
সূর্য্য আরও একটা নতুন দিনের আলো উপহার দেয় পৃথিবীকে।
-------------------------------------------------------------------
----------------------------------------------------------
**********
সাথী হারা চাঁদ আজ একা কাঁদে আকাশে,
তারাদের খোঁজে ভেসে বেড়ায় মেঘের সাগরে
বিরহে ঝাঁপিয়ে পড়ে পৃথিবীর কোলে অবশেষে,
বিশাল সাগরে উন্মত্ত ঢেউয়ের দল সাদরে
বরণ করে নেয় তারে, আনন্দে ভালবেসে।
--
বেলাভূমিতে আছড়ে পড়ে তরঙ্গের তালে তালে
তারই টানে আবার ফিরে যায় গভীর সাগর জলে
প্রহরের পর প্রহর কাটে, উল্লসিত চাঁদের খেলা চলে,
দূর থেকে দূরান্তে ভেসে যায়, গভীর থেকে গভীরতর জলে
শান্ত সমাহিত সমুদ্রে তারাদের আবার খোঁজ মেলে।
--
অভিমানী চাঁদ অবাক বিস্ময়ে চায় চির সাথীদের দিকে
ঝিকি মিকি তারাদের দল যেন হাসে তাকে ঘিরে ধরে
মেতে ওঠে ধুসর মাটি, দিগন্তে বাতাস দোলা দিয়ে যায় বনানীকে,
প্রকৃতি জানে সময় আগত, জেগে ওঠে আকাশ মাথার উপরে
সূর্য্য আরও একটা নতুন দিনের আলো উপহার দেয় পৃথিবীকে।
-------------------------------------------------------------------
----------------------------------------------------------
No comments:
Post a Comment