দাদার কীর্তি
*********
রপ্তানি করেছি দাঙ্গা
দেশে দেশে ভিন্ন ভিন্ন
বিক্রি করেছি অস্ত্র
পাঠিয়েছি যুদ্ধ জাহাজ
বোমারু বিমান বিধ্বংসী
আজ আমারই ঘর বিপন্ন।
হিরোশিমা নাগাসাকি
সে আমারই কারসাজি।
কার্পেট বোমবিং এর বীজ
বুনেছি ভিয়েতনাম, লাওস
ক্যাম্বোডিয়া, সমগ্র আরব দুনিয়ায়,
তারই চারা গাছ জন্ম নিয়েছে
আমার বৃহত্তম গণতান্ত্রিক অঙ্গনে।
আধিপত্য বিস্তারে তৈরী করেছি
ষড়যন্ত্রী জঙ্গি, জীবন্ত রোবট কত শত
ব্যুমেরাং হয়ে ফিরেছে তারা আমারই দুয়ারে
ছড়িয়েছি মারণ বিষ পৃথিবীর কোনে কোনে
ঘৃণিত দস্যু আমি আজ বিশ্বের দরবারে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment