বয়স আঠেরো
**********
আঠেরো বছর বয়স
টগবগে তরতাজা সময়
নুতন স্বপ্ন দেখা।
বুকভরা সাহস, সততা
উদার, নির্ভিক চেতা,
দৃপ্ত পায়ে এগিয়ে চলা।
যাপনে ত্যাগের ব্রত
দেশ ও দশের তরে
তাগিদ কিছু করা।
--
আঠারো বছর বয়স
বড় মধুর, বড় সুন্দর সময়
স্মৃতির কণাগুলি জুড়ে
আগামী দিনের ক্যানভাস,
প্রতি পল অবিরত
তাড়া করে ফেরে।
সারা জীবন ভরে
আঠার বছরের সঞ্চয়
রয় মনের গহন গভীরে। ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
**********
আঠেরো বছর বয়স
টগবগে তরতাজা সময়
নুতন স্বপ্ন দেখা।
বুকভরা সাহস, সততা
উদার, নির্ভিক চেতা,
দৃপ্ত পায়ে এগিয়ে চলা।
যাপনে ত্যাগের ব্রত
দেশ ও দশের তরে
তাগিদ কিছু করা।
--
আঠারো বছর বয়স
বড় মধুর, বড় সুন্দর সময়
স্মৃতির কণাগুলি জুড়ে
আগামী দিনের ক্যানভাস,
প্রতি পল অবিরত
তাড়া করে ফেরে।
সারা জীবন ভরে
আঠার বছরের সঞ্চয়
রয় মনের গহন গভীরে। ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment