কালো ধন
******
'কালো ধন উচ্ছেদ ' সাবাস ভাই সাবাস
রাতারাতি নোট বাতিল, সাবাস
'স্বচ্ছ ভারত' সাবাস।
--
রাঘব বোয়ালেরা নিশ্চিন্তে, কালো ধন দূর বিদেশে
যেটুকু বাকী, সময় মত সাদা হয়ে গেছে
কি জানি কার অদৃশ্য ইঙ্গিতে !
--
সাধারণের ঘরে শুধু কঠোর শ্রমের ফসল
হঠাৎ কি করে যেন হয়ে গেল অচল
বলির পাঠা তারাই কেবল !
--
সৎ রোজগারের ধন এখন কালো
বাঁকা পথই কি তবে ভালো !
সোজা মানুষ কি পেল !
--
বিদেশের কালো টাকা ঘরে কি ফিরেছে?
লাখ পনেরো কজন পেয়েছে ?
উত্তর কি মিলেছে ?
--
অন্যদিকে ভোট বাজারের ভাবনা
শুধু গরম গরম ঘোষণা
বোঝে নাকি জনতা !
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
******
'কালো ধন উচ্ছেদ ' সাবাস ভাই সাবাস
রাতারাতি নোট বাতিল, সাবাস
'স্বচ্ছ ভারত' সাবাস।
--
রাঘব বোয়ালেরা নিশ্চিন্তে, কালো ধন দূর বিদেশে
যেটুকু বাকী, সময় মত সাদা হয়ে গেছে
কি জানি কার অদৃশ্য ইঙ্গিতে !
--
সাধারণের ঘরে শুধু কঠোর শ্রমের ফসল
হঠাৎ কি করে যেন হয়ে গেল অচল
বলির পাঠা তারাই কেবল !
--
সৎ রোজগারের ধন এখন কালো
বাঁকা পথই কি তবে ভালো !
সোজা মানুষ কি পেল !
--
বিদেশের কালো টাকা ঘরে কি ফিরেছে?
লাখ পনেরো কজন পেয়েছে ?
উত্তর কি মিলেছে ?
--
অন্যদিকে ভোট বাজারের ভাবনা
শুধু গরম গরম ঘোষণা
বোঝে নাকি জনতা !
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment