31 Jan 2017

বিবর্তন


বিবর্তন
******

যেদিন কোমর সোজা করে
ঘাড় তুলে সোজা হয়ে দাঁড়িয়েছিলে
সেদিন তুমি মানুষ হয়ে উঠেছো।
যেদিন শিকার করা খাবার সকলে
ভাগ করে খেয়েছো, স্থাপিত হয়েছে 
সাম্যবাদের ভিত্তি প্রস্তর।
--
পাথরে পাথর ঠুকে জ্বেলেছ
সমাজ বিপ্লবের আগুন।
তোমার  আঁকা প্রথম গুহাচিত্র
মানব চিত্রকলার প্রথম নিদর্শন,  
তোমার হাতের মাটি ও পাথরের বাসন,
লোহায় শানিত হাতিয়ার প্রথম শিল্পসম্ভার।
--
তোমার রচিত প্রথম পর্ন কুটির
স্থাপত্য শিল্পের সূচনা।
আবিষ্কার করেছ বীজ বুনতে
ফসল ফলিয়ে খাদ্যসংস্থান করেছ,
বন্যসম্পদ থেকে আহরণ করেছ ঔষধি,
গড়েছ কত জনপদ, গ্রাম, নগর।  
--
যেদিন তুমি মৃত্যুকে উপেক্ষা করে
সজোরে ঘোষণা করেছ সূর্য্য নয়,
পৃথিবী ই ঘুরছে সূর্য্যের চারিপাশে
বিজ্ঞান কে ঈশ্বরের স্থানে বসিয়েছো।
--
আজ সেই মানুষ কোমর ভেঙে ঘাড় নুইয়ে
কেন আবার পেছন ফিরে চলেছ!
ঘুরে দাঁড়াও, প্রকৃত মানব সন্তানের মত
ঋজু দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চল সামনে।
--
সেই চকমকি পাথরে জ্বালা আগুনের
ফুলকি থেকে ছড়িয়ে দাও দাবানল,
ধ্বংস হোক যত লুঠেরা আর শোষকের
স্বর্গরাজ্য, স্তব্ধ হোক সব যুদ্ধের দামামা।
--
আদিম সাম্যবাদ ফিরে আসুক
পৃথিবী জুড়ে এক সচেতন সাম্যবাদে।
তার জঠরে জন্ম নিক আরো সহস্র কোটি
নতুন মানুষ, মানুষের মত মানুষ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  
   












16 Jan 2017

মরুকথা

মরু কথা
*******
শুষ্ক মরুর বুকে গড়ে
উঠেছিল মানব সভ্যতা
সৃষ্টি হয়েছিল কত না
জনপদ, গ্রাম ও নগর,
ছোট বড় অনেক রাজ্য।
--
পাহাড়ের মাথায় মাথায়
পাথর কেটে তৈরী উঁচু
পাঁচিল ঘেরা কত শত
সুবিশাল, অনিন্দ্য সুন্দর
কেল্লা, প্রাসাদ, তোরণ, 
সুক্ষ ঝিল্লি কাটা গবাক্ষ,
পাথরে খোদিত জীবন্ত মূর্তি
অপরূপ তাদের কারুকাজ।
--
মেহনতী মানুষের ঘাম রক্তে
গড়া সভ্যতার ইমারত,
বঞ্চনার অশ্রুবিন্দু টলমল করে
সোনার জলে আঁকা চিত্রে
সুক্ষাতি সুক্ষ মিনার কাজে
দামী পাথরের ঝলকে, সেদিনও
উলুখাগড়াদেরই প্রাণ গেছিল
রাজায় রাজায় যুদ্ধে।
 --
অসামান্য স্থাপত্য কলার
নিদর্শন, অনন্য প্রাসাদগুলির  
অন্দর মহলের প্রতিটি কক্ষে
গুমড়ে মরে অসংখ্য নারীর
হৃদয় মোচড়ান বেদনা,
জহর ব্রতের পোড়া শবের
গন্ধ আজও সুপ্ত রয়েছে
বালিয়াড়ির পরতে পরতে ।
 --
বিদেশী শত্রুর সামনে রুখে  
দাঁড়িয়েছিল মানুষ সাধারণ,
শাসক দল তখন মাথা
বিকিয়েছিল, সিংহাসনে
আসীন থাকার তাগিদে,
আদিম বনাঞ্চল ফিস ফিস
করে গল্প বলে কত অনাচার
অত্যাচার, বিশ্বাসঘাতকতার।
--
জনতার হাড়ে গড়া
যেসব বিজয় স্তম্ভ
তাতে খোদিত হয়েছে
রানা মহারানাদের নাম।
ইতিহাস মনে রাখেনি 
সাধারণ বীর সৈনিকদের,
তবু মরুর বাতাসে ভাসে
আজও তাঁদেরই শৌর্যগাঁথা।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





12 Jan 2017

হারান মানিক

হারান মানিক
*********

কোথায় ছিলি তোরা !
আমার শৈশবের সাথী
কৈশোরে অপার বিস্ময়
যৌবনে পথের দিশারী,
প্রৌঢ়ত্বের প্রান্তরে এসে
ফিরে পেলাম আমার
অগণিত হারান মানিক,
নিশ্চিদ্র আঁধার রাতে
মরুভূমির বালিয়াড়িতে
অসীম অনন্ত আদিম
আকাশ ভরা তারা।  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++