16 Jan 2017

মরুকথা

মরু কথা
*******
শুষ্ক মরুর বুকে গড়ে
উঠেছিল মানব সভ্যতা
সৃষ্টি হয়েছিল কত না
জনপদ, গ্রাম ও নগর,
ছোট বড় অনেক রাজ্য।
--
পাহাড়ের মাথায় মাথায়
পাথর কেটে তৈরী উঁচু
পাঁচিল ঘেরা কত শত
সুবিশাল, অনিন্দ্য সুন্দর
কেল্লা, প্রাসাদ, তোরণ, 
সুক্ষ ঝিল্লি কাটা গবাক্ষ,
পাথরে খোদিত জীবন্ত মূর্তি
অপরূপ তাদের কারুকাজ।
--
মেহনতী মানুষের ঘাম রক্তে
গড়া সভ্যতার ইমারত,
বঞ্চনার অশ্রুবিন্দু টলমল করে
সোনার জলে আঁকা চিত্রে
সুক্ষাতি সুক্ষ মিনার কাজে
দামী পাথরের ঝলকে, সেদিনও
উলুখাগড়াদেরই প্রাণ গেছিল
রাজায় রাজায় যুদ্ধে।
 --
অসামান্য স্থাপত্য কলার
নিদর্শন, অনন্য প্রাসাদগুলির  
অন্দর মহলের প্রতিটি কক্ষে
গুমড়ে মরে অসংখ্য নারীর
হৃদয় মোচড়ান বেদনা,
জহর ব্রতের পোড়া শবের
গন্ধ আজও সুপ্ত রয়েছে
বালিয়াড়ির পরতে পরতে ।
 --
বিদেশী শত্রুর সামনে রুখে  
দাঁড়িয়েছিল মানুষ সাধারণ,
শাসক দল তখন মাথা
বিকিয়েছিল, সিংহাসনে
আসীন থাকার তাগিদে,
আদিম বনাঞ্চল ফিস ফিস
করে গল্প বলে কত অনাচার
অত্যাচার, বিশ্বাসঘাতকতার।
--
জনতার হাড়ে গড়া
যেসব বিজয় স্তম্ভ
তাতে খোদিত হয়েছে
রানা মহারানাদের নাম।
ইতিহাস মনে রাখেনি 
সাধারণ বীর সৈনিকদের,
তবু মরুর বাতাসে ভাসে
আজও তাঁদেরই শৌর্যগাঁথা।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





No comments:

Post a Comment