31 Jan 2017

বিবর্তন


বিবর্তন
******

যেদিন কোমর সোজা করে
ঘাড় তুলে সোজা হয়ে দাঁড়িয়েছিলে
সেদিন তুমি মানুষ হয়ে উঠেছো।
যেদিন শিকার করা খাবার সকলে
ভাগ করে খেয়েছো, স্থাপিত হয়েছে 
সাম্যবাদের ভিত্তি প্রস্তর।
--
পাথরে পাথর ঠুকে জ্বেলেছ
সমাজ বিপ্লবের আগুন।
তোমার  আঁকা প্রথম গুহাচিত্র
মানব চিত্রকলার প্রথম নিদর্শন,  
তোমার হাতের মাটি ও পাথরের বাসন,
লোহায় শানিত হাতিয়ার প্রথম শিল্পসম্ভার।
--
তোমার রচিত প্রথম পর্ন কুটির
স্থাপত্য শিল্পের সূচনা।
আবিষ্কার করেছ বীজ বুনতে
ফসল ফলিয়ে খাদ্যসংস্থান করেছ,
বন্যসম্পদ থেকে আহরণ করেছ ঔষধি,
গড়েছ কত জনপদ, গ্রাম, নগর।  
--
যেদিন তুমি মৃত্যুকে উপেক্ষা করে
সজোরে ঘোষণা করেছ সূর্য্য নয়,
পৃথিবী ই ঘুরছে সূর্য্যের চারিপাশে
বিজ্ঞান কে ঈশ্বরের স্থানে বসিয়েছো।
--
আজ সেই মানুষ কোমর ভেঙে ঘাড় নুইয়ে
কেন আবার পেছন ফিরে চলেছ!
ঘুরে দাঁড়াও, প্রকৃত মানব সন্তানের মত
ঋজু দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চল সামনে।
--
সেই চকমকি পাথরে জ্বালা আগুনের
ফুলকি থেকে ছড়িয়ে দাও দাবানল,
ধ্বংস হোক যত লুঠেরা আর শোষকের
স্বর্গরাজ্য, স্তব্ধ হোক সব যুদ্ধের দামামা।
--
আদিম সাম্যবাদ ফিরে আসুক
পৃথিবী জুড়ে এক সচেতন সাম্যবাদে।
তার জঠরে জন্ম নিক আরো সহস্র কোটি
নতুন মানুষ, মানুষের মত মানুষ।
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  
   












No comments:

Post a Comment