12 Jan 2017

হারান মানিক

হারান মানিক
*********

কোথায় ছিলি তোরা !
আমার শৈশবের সাথী
কৈশোরে অপার বিস্ময়
যৌবনে পথের দিশারী,
প্রৌঢ়ত্বের প্রান্তরে এসে
ফিরে পেলাম আমার
অগণিত হারান মানিক,
নিশ্চিদ্র আঁধার রাতে
মরুভূমির বালিয়াড়িতে
অসীম অনন্ত আদিম
আকাশ ভরা তারা।  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment