2 Feb 2017

মহান কবি নাজিম হিকমত কে

1st February 17


 মহান  কবি নাজিম হিকমত কে
*************************

 হে আমার প্রিয় কবি নাজিম হিকমত, কবে আসবে সেই সুসময়
 যেদিন দেয়ালে পিঠ ঠেকে  যাওয়া অগনিত মানুষেরা ঘুরে দাঁড়াবে।
--
কবে আসবে সেই সুসময়
যেদিন সব পঙ্কিলতা থেকে মুক্ত হবে মানুষের মন ,
জীবন্ত লাশ নয় মানুষ হয়ে উঠবে ঝকঝকে ইস্পাতের ফলক।
--
কবে আসবে সেই সুসময় 
যেদিন বন্ধ হবে রোজকার রক্তের হোলি খেলা,
অগনিত পাখীর সবথেকে মধুর কাকলীতে ভরে উঠবে বাতাস ,
--
কবে আসবে সেই সুসময়
যেদিন সমুদ্র হয়ে উঠবে সবথেকে উত্তাল ,
সবথেকে রঙিন প্রজাপতিরা ফুলে ফুলে মধু সঞ্চয় করবে।
--
কবে আসবে সেই সুসময়
যেদিন মাতৃগর্ভে জন্ম নেবে সবথেকে সুন্দর শিশুরা ,
সবথেকে উজ্জ্বল তারারা জয়্জযন্তির মূর্ছনায় মাতিয়ে দেবে মহাবিশ্বকে।
--
কবে আসবে সেই সুসময়
যেদিন সমুদ্রে স্নান করে সবথেকে রক্তিম সূর্য্য রাঙিয়ে দেবে পৃথিবীকে,
মানুষ হয়ে উঠবে প্রকৃত মানুষ, পরিপূর্নতা লাভ করবে মানব সমাজ।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
এই কবিতা টি1. 2. 15 তারিখে লেখা কবিতার নতুন ভাবে লেখা, কোন এক কবি বন্ধুর মূল্যবান মতামতের পরিপ্রেক্ষিতে। 






No comments:

Post a Comment