23 Feb 2017

ডাম্পিং গ্রাউন্ড

ডাম্পিং গ্রাউন্ড
***********

তৃতীয় বিশ্ব শুধু আজ 
ডাম্পিংগ্রাউন্ডের করে কাজ  
পরমাণু বর্জ্য কোথায় যাবে!
জমা হোক তৃতীয় বিশ্বে
পরিবর্তে দিলে কিছু ডোল  
হরেক কাজে হরেক ছল।
--
প্রভূত অস্ত্রের সম্ভার,
সুযোগ মুনাফা কামাবার
সেখানেই রপ্তানি করে 
বোকাগুলি যাতে মরে,
নিজেরাই মারামারি করে
এক চিলতে জমির তরে।
--
নাহলে লাগিয়ে দাও
কোন এক জিগির ওঠাও   
ভাষা, জাতি বা ধর্মের নামে  
ভেসে যাক রক্তের প্লাবনে
সভ্য মানুষের সমস্ত
বিবেক আর মনুষ্যত্ব। 
 --
উন্নত ধনী দেশ যত
আর্থিক সংকট তত,
নিজেরা থাকে নিরাপদ
তৃতীয় বিশ্ব কলুর বলদ 
পাহাড় প্রমান বোমা বারুদ
বর্ষিত হয় শান্তির অজুহাতে 
তৃতীয় দুনিয়ার দেশে দেশে,
গুঁড়িয়ে যায় বাড়ী, স্কুল, হাসপাতাল
পুড়ে যায় মাঠ ভরা ফসল,
কলকারখানা, খনি আর তেলকূপ
ধ্বংস হয় মানব সভ্যতার সুপ্রাচীন স্তুপ। 
--

আজ তোদের বারমাস
খেলেছিস - ফাঁকা মাঠ!
যেদিন তৃতীয় দুনিয়া
তাদের বেঁকে যাওয়া
কোমড় সোজা করে 
দাঁড়াবে উঠে একযোগে
ঘটাবে তোদের সর্বনাশ,
সেই মানব লৌহবলয় ভাঙার হবে না সাহস।
উত্তর দিতে হবে, যত  লীলাখেলা ধ্বংসাত্বক,
এই ডাম্পিং গ্রাউন্ডের নতুন মানুষেরা হোক
তোদের শেষ বিচারের বিচারক। 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment