'তারে জমিন পর '
*************
আকাশের তারারা আজ নেমে এসেছে
মাটির এই পৃথিবীতে
হাটে মাঠে, রাস্তায় ফুটপাতে, কলে কারখানায়,
এমনকি আস্তাকুঁড় জুড়ে !
কাঠি কাঠি পায়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে
ঘাম ঝরছে বিস্তর, তার মাঝেই মিশছে বিন্দু বিন্দু রক্ত !
কচি কচি হাতগুলি সদাই ব্যস্ত কাজে
মাটি কাঁটা,পাথর ভাঙা, ইঁট মোট বওয়া,
আগাছা নিড়ানো, গরুছাগল চড়ান, দেশলাইকাঠিতে বারুদ লাগান,
নয়তো বা বাসন মাজা, জঞ্জাল সাফ করা, ছোট ভাইবোন সামলানো,
আরও কত কিছু বলে শেষ করা যাবে না !
অপুষ্ঠ শরীর, শুকনো মুখ, অবোধ চোখ
কখন কখন ছেলেমানুষী করে ফেলে
পেটে খাবার ঠিকঠাক না জুটলেও
কপালে শাস্তির বরাদ্দ টা ঠিক থাকে !
ওরা শিশু বটে, শিশুর আদর জোটে না ।
ওরা শ্রমিক বটে শ্রমিকের অধিকার জোটে না।
--
আর কিছু আছে যাদের খাওয়াপরা জোটে সহজেই
শিক্ষার অচলায়তনের বোঝা তো ওদের কাঁধে !
সেই ভারে মেরুদন্ড যাচ্ছে বেঁকে
ছেলেমানুষি করার ইচ্ছা জাগে বটে সুযোগ কোথায়,
কঠিন নিয়মের শেকলে বাঁধা যে ওদের মন !
তাছাড়া কিছু আবার অতিপুষ্টি আর আতিশয্যের আধিক্যে
কিছু হচ্ছে বিকৃতির শিকার, ভবিষ্যত বিপদের সম্ভবনা !
--
আরও আছে একদল যারা একেবারে অপাঙতেয়,
সমাজের সহৃদয়তার কল্যাণে তারা 'স্পেশাল চাইল্ড'
তাইতো সাধারণের গন্ডির বাইরে দিয়েছি বার করে !
আগে 'বিশেষের' চক্রব্যূহ তো ভেদ করুক
তারপর নাহয় ভেবে দেখা যাবে
সাধারণ শিশুদের সাথে মিশ খাবে কিনা !
--
শিশুরা আজ সত্যি বড় বিপন্ন
চেতনা আসার আগেই
হারিয়ে না যায় শৈশব !
"খোঁ না যায় এ তারে জমিন পর "....
---------------------------------------------------------------------------------------------------------------------
*************
আকাশের তারারা আজ নেমে এসেছে
মাটির এই পৃথিবীতে
হাটে মাঠে, রাস্তায় ফুটপাতে, কলে কারখানায়,
এমনকি আস্তাকুঁড় জুড়ে !
কাঠি কাঠি পায়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে
ঘাম ঝরছে বিস্তর, তার মাঝেই মিশছে বিন্দু বিন্দু রক্ত !
কচি কচি হাতগুলি সদাই ব্যস্ত কাজে
মাটি কাঁটা,পাথর ভাঙা, ইঁট মোট বওয়া,
আগাছা নিড়ানো, গরুছাগল চড়ান, দেশলাইকাঠিতে বারুদ লাগান,
নয়তো বা বাসন মাজা, জঞ্জাল সাফ করা, ছোট ভাইবোন সামলানো,
আরও কত কিছু বলে শেষ করা যাবে না !
অপুষ্ঠ শরীর, শুকনো মুখ, অবোধ চোখ
কখন কখন ছেলেমানুষী করে ফেলে
পেটে খাবার ঠিকঠাক না জুটলেও
কপালে শাস্তির বরাদ্দ টা ঠিক থাকে !
ওরা শিশু বটে, শিশুর আদর জোটে না ।
ওরা শ্রমিক বটে শ্রমিকের অধিকার জোটে না।
--
আর কিছু আছে যাদের খাওয়াপরা জোটে সহজেই
শিক্ষার অচলায়তনের বোঝা তো ওদের কাঁধে !
সেই ভারে মেরুদন্ড যাচ্ছে বেঁকে
ছেলেমানুষি করার ইচ্ছা জাগে বটে সুযোগ কোথায়,
কঠিন নিয়মের শেকলে বাঁধা যে ওদের মন !
তাছাড়া কিছু আবার অতিপুষ্টি আর আতিশয্যের আধিক্যে
কিছু হচ্ছে বিকৃতির শিকার, ভবিষ্যত বিপদের সম্ভবনা !
--
আরও আছে একদল যারা একেবারে অপাঙতেয়,
সমাজের সহৃদয়তার কল্যাণে তারা 'স্পেশাল চাইল্ড'
তাইতো সাধারণের গন্ডির বাইরে দিয়েছি বার করে !
আগে 'বিশেষের' চক্রব্যূহ তো ভেদ করুক
তারপর নাহয় ভেবে দেখা যাবে
সাধারণ শিশুদের সাথে মিশ খাবে কিনা !
--
শিশুরা আজ সত্যি বড় বিপন্ন
চেতনা আসার আগেই
হারিয়ে না যায় শৈশব !
"খোঁ না যায় এ তারে জমিন পর "....
---------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment