22 Jun 2024

ব্যথা

ব্যথা
********

বুক চিন চিন যাপন, 
মরুভূমি বিবেক।
আবাল বৃদ্ধ বনিতা, 
জীবিত কিংবা মৃত, 
সুস্থ বা অসুস্থ সব 
এক দরে বিকোচ্ছে।
----
এ এক মর্মান্তিক, 
অমানবিক সময়।
দুঃস্বপ্নের কলের পুতুল 
উল্কাপাতে পোড়া মন  
স্থবির বনসাই জীবন।
আর কতকাল!
----
নারী তুই গর্ভে ধর আবার 
সূর্য সেন, ভগৎ সিং, কল্পনা,
প্রীতিলতা হাজার হাজার 
যাঁরা দেখাবে নতুন স্বপ্ন 
পথ দেখবে মাথা তুলে 
স্বাধীন ভাবে বাঁচার। 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

No comments:

Post a Comment