24 Dec 2014

মধু, নারী

মধু
***
পাঁকে ফোটে পদ্ম
মধুপ নিয়ে যায় পদ্মমধু,
চারিদিকে পঙ্কিলতার মাঝে
যে মানুষ খুঁজে বেড়ায় সেই  মধু
মধুময় হয়ে ওঠে অভিজ্ঞতার পাত্র। 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

নারী
****

শৈশবে তুমি ফুলের র্কুঁড়ি,
কৈশোরে কচি কলাপাতা,
যৌবনে সাগরের নীল ঢেউ,
প্রৌড়ত্বে মাঘের শেষে বৃষ্টি ,
বার্ধ্বক্যে শ্বেতশুভ্র মেঘ।
---------

তুমি উর্ব্বরা চষা জমি,
পৃথিবীর আর্ধ্বেক আকাশ,
দোষগুনে মেশা একটা
আস্ত সজীব মানুষ,
এটাই তোমার পরিচয়। 
 ________________

18 Dec 2014

উদ্দেশ্য, দূষণ, সন্ত্রাসবাদ

উদ্দেশ্য
******


সব কাজের মাঝে থাকে উদ্দেশ্য
 সংকীর্ণ বা প্রশস্ত,
দেশ ও দশের কল্যানে আত্মবলিদান
নাকি আত্মস্বার্থে দিন গুজরান।
দুটি ভিন্ন জীবন, ভিন্ন পথ, ভিন্ন লক্ষ্য
গতি তার সংকীর্ণ বা প্রশস্ত
তারই মাঝে সুপ্ত
জীবনের অর্থ।
----------------------------------------------------------------------------------------------------------------------


দূষণ
****
 বাতাস দূষিত
 দূষিত মাঠ ,ঘাট ,নদী সমুদ্র
 সমাজ দূষিত
 দূষিত শিক্ষা, সংস্কৃতি
 ব্যাধিগ্রস্থ শরীর, দূষিত মানুষের মন।
-----------

অমৃতসিক্ত বাতাস
অমৃতময় জলধারা ,
অমৃত ফসলে পূর্ণ দেশ  
অমৃতসম সমাজ, সংস্কৃতি, শিক্ষা
জন্ম দেয় অমৃতের সন্তান।
------------------------------------------------------------------------------------------------------------------------------------

সন্ত্রাসবাদ
*******

পৃথিবী জুড়ে চলছে শয়তানের তান্ডব
শরতের শিউলিরা নিস্পেষিত পায়ের তলে  
তরুণ সূর্য অসময়ে গেছে অস্তাচলে 
কিশোরী চাঁদের মাটি ভিজেছে রক্তে
কত জননীর  শূন্য কোল কলুষিত কুত্সিত লালসার হাতে
মাথার উপর থেকে হারিয়ে গেছে আদিম সব গাছের ছায়া
তবু মেটেনি ক্ষুধা তার।
--------

করাল গ্রাসে দুনিয়াটা  করায়ত্তের নেশায় ব্যস্ত
সন্ত্রাস-বীজ বুনেছে দেশে দেশে ,
মানুষে মানুষে এনেছে বিভেদ
ধর্মের জিগীর তুলে ,
দুর্বলের রক্ষকের পোশাকে ,
অথবা সুশাসনের ছলনায়
সন্ত্রাস জুজুর করেছে আমদানি।
-----
কে দিল জন্ম সন্ত্রাসদের!
কার অণুগুলি লেহনে চলে সে ,
কাদের বুকের রক্ত খায় সে, 
কাদের কথায় ,কাদের অস্ত্রে সুসজ্জিত সে,
কাদের করে শিকার, কে তার প্রভু
কে না জানে আজ, সে য়ে
সাম্রাজ্যবাদের জারজ সন্তান।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
























17 Dec 2014

শীতের সকাল, বসন্ত আসছে

   শীতের সকাল
   ***********

   ধোঁয়া ধোঁয়া  আলো
   ভেজা বাতাস
   রুপোলী ঘাসের  ডগায় শিশিরের 
   নিঃশব্দ আওয়াজ।  

 জমে যাওয়া চলাফেরা
 কুয়াশায় ঘেরাটোপ আকাশ
 ঝরে যাওয়া পাতা
 শীতের সকাল।

এক আঁচল কমলালেবু রোদ
এলিয়ে নদীর বুকে
মাছধরা ডিঙি 
ভাসে মেঠো সুরে ।



------------------------------------------------------------------------------------------------------------------------------------------


   বসন্ত আসছে
  *********
  শীতের পরশ গায়
  বসন্ত হাজির দরজায়
   টানটান আলোতে
  আবীরের রঙ।
  আকাশ মাতিয়ে
  কোকিলের কুহু
  লতায় পাতায়
   ফাগুনের গন্ধ
  বসন্ত ছুঁয়েছে
   মনের মাটিকে।
 --------------------------------------------------------------------------------------------------











10 Dec 2014

জীবন, প্রতীক্ষা, অনুভব - ২

জীবন
*****


নুয়ে পড়া  ভারাক্রান্ত  বয়স ,
টান টান উদ্ধত যৌবন ,
ঝক ঝকে চঞ্চল কৈশোর,
শৈশবের চুলবুলে নরম হাসি ,
এইতো মানুষের জীবন।

--------------------------


প্রতীক্ষা
******

ধুলো মাখা কুয়াশায়
আচ্ছন্ন চারিধার ,
বাতাসে  পেট্রল ডিজেলের গন্ধ
আর ধোঁয়া ,
উঁচু বড় বড় বাড়ীগুলি বিভীষিকাময়।
----------

অন্ধকারের আবরণ ভেঙ্গে
ফুটবে আলো
ঝলমলে  সবুজ ,
বসে আছি
তার ই প্রতীক্ষায়।
--------------------------------


অনুভব - ২
*********

অনুভূতির ঘড়া শূন্য হলে
তুমি তাকে ভরে তোলো ,
অনুভূতি হীনতার যন্ত্রণা
তুমি ই পারো বুঝতে।
--------

চলার পথে সাহায্য না পেলে
বাড়িয়ে দাও সহায়তার হাত ,
তুমিতো জানো সহমর্মিতা ই
সৃষ্টির সোপান।
---------

অপমানিত হলে
দাও সন্মান ,
তুমি যে অনুভব করো
অসম্মানের জ্বালা।
-----------

ভালোবাসার অভাব দেখলে
দাও ভালোবাসা ,
তুমি শিখেছো
ভালোবাসা ই এগিয়ে যাবার পাথেয়।
-------------