শীতের সকাল
***********
ধোঁয়া ধোঁয়া আলো
ভেজা বাতাস
রুপোলী ঘাসের ডগায় শিশিরের
নিঃশব্দ আওয়াজ।
জমে যাওয়া চলাফেরা
কুয়াশায় ঘেরাটোপ আকাশ
ঝরে যাওয়া পাতা
শীতের সকাল।
***********
ধোঁয়া ধোঁয়া আলো
ভেজা বাতাস
রুপোলী ঘাসের ডগায় শিশিরের
নিঃশব্দ আওয়াজ।
জমে যাওয়া চলাফেরা
কুয়াশায় ঘেরাটোপ আকাশ
ঝরে যাওয়া পাতা
শীতের সকাল।
এক আঁচল কমলালেবু রোদ
এলিয়ে নদীর বুকে
মাছধরা ডিঙি
ভাসে মেঠো সুরে ।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বসন্ত আসছে
*********
শীতের পরশ গায়
বসন্ত হাজির দরজায়
টানটান আলোতে
আবীরের রঙ।
আকাশ মাতিয়ে
কোকিলের কুহু
লতায় পাতায়
ফাগুনের গন্ধ
বসন্ত ছুঁয়েছে
মনের মাটিকে।
--------------------------------------------------------------------------------------------------
বসন্ত আসছে
*********
শীতের পরশ গায়
বসন্ত হাজির দরজায়
টানটান আলোতে
আবীরের রঙ।
আকাশ মাতিয়ে
কোকিলের কুহু
লতায় পাতায়
ফাগুনের গন্ধ
বসন্ত ছুঁয়েছে
মনের মাটিকে।
--------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment