উদ্দেশ্য
******
সব কাজের মাঝে থাকে উদ্দেশ্য
সংকীর্ণ বা প্রশস্ত,
দেশ ও দশের কল্যানে আত্মবলিদান
নাকি আত্মস্বার্থে দিন গুজরান।
দুটি ভিন্ন জীবন, ভিন্ন পথ, ভিন্ন লক্ষ্য
গতি তার সংকীর্ণ বা প্রশস্ত
তারই মাঝে সুপ্ত
জীবনের অর্থ।
----------------------------------------------------------------------------------------------------------------------
দূষণ
****
বাতাস দূষিত
দূষিত মাঠ ,ঘাট ,নদী সমুদ্র
সমাজ দূষিত
দূষিত শিক্ষা, সংস্কৃতি
ব্যাধিগ্রস্থ শরীর, দূষিত মানুষের মন।
-----------
অমৃতসিক্ত বাতাস
অমৃতময় জলধারা ,
অমৃত ফসলে পূর্ণ দেশ
******
সব কাজের মাঝে থাকে উদ্দেশ্য
সংকীর্ণ বা প্রশস্ত,
দেশ ও দশের কল্যানে আত্মবলিদান
নাকি আত্মস্বার্থে দিন গুজরান।
দুটি ভিন্ন জীবন, ভিন্ন পথ, ভিন্ন লক্ষ্য
গতি তার সংকীর্ণ বা প্রশস্ত
তারই মাঝে সুপ্ত
জীবনের অর্থ।
----------------------------------------------------------------------------------------------------------------------
দূষণ
****
বাতাস দূষিত
দূষিত মাঠ ,ঘাট ,নদী সমুদ্র
সমাজ দূষিত
দূষিত শিক্ষা, সংস্কৃতি
ব্যাধিগ্রস্থ শরীর, দূষিত মানুষের মন।
-----------
অমৃতসিক্ত বাতাস
অমৃতময় জলধারা ,
অমৃত ফসলে পূর্ণ দেশ
অমৃতসম সমাজ, সংস্কৃতি, শিক্ষা
জন্ম দেয় অমৃতের সন্তান।
------------------------------------------------------------------------------------------------------------------------------------
সন্ত্রাসবাদ
*******
পৃথিবী জুড়ে চলছে শয়তানের তান্ডব
শরতের শিউলিরা নিস্পেষিত পায়ের তলে
তরুণ সূর্য অসময়ে গেছে অস্তাচলে
জন্ম দেয় অমৃতের সন্তান।
------------------------------------------------------------------------------------------------------------------------------------
সন্ত্রাসবাদ
*******
পৃথিবী জুড়ে চলছে শয়তানের তান্ডব
শরতের শিউলিরা নিস্পেষিত পায়ের তলে
তরুণ সূর্য অসময়ে গেছে অস্তাচলে
কিশোরী চাঁদের মাটি ভিজেছে রক্তে
কত জননীর শূন্য কোল কলুষিত কুত্সিত লালসার হাতে
মাথার উপর থেকে হারিয়ে গেছে আদিম সব গাছের ছায়া
কত জননীর শূন্য কোল কলুষিত কুত্সিত লালসার হাতে
মাথার উপর থেকে হারিয়ে গেছে আদিম সব গাছের ছায়া
তবু মেটেনি ক্ষুধা তার।
--------
করাল গ্রাসে দুনিয়াটা করায়ত্তের নেশায় ব্যস্ত
সন্ত্রাস-বীজ বুনেছে দেশে দেশে ,
মানুষে মানুষে এনেছে বিভেদ
ধর্মের জিগীর তুলে ,
দুর্বলের রক্ষকের পোশাকে ,
অথবা সুশাসনের ছলনায়
সন্ত্রাস জুজুর করেছে আমদানি।
করাল গ্রাসে দুনিয়াটা করায়ত্তের নেশায় ব্যস্ত
সন্ত্রাস-বীজ বুনেছে দেশে দেশে ,
মানুষে মানুষে এনেছে বিভেদ
ধর্মের জিগীর তুলে ,
দুর্বলের রক্ষকের পোশাকে ,
অথবা সুশাসনের ছলনায়
সন্ত্রাস জুজুর করেছে আমদানি।
-----
কে দিল জন্ম সন্ত্রাসদের!
কার অণুগুলি লেহনে চলে সে ,
কাদের বুকের রক্ত খায় সে,
কাদের কথায় ,কাদের অস্ত্রে সুসজ্জিত সে,
কাদের করে শিকার, কে তার প্রভু
কে না জানে আজ, সে য়ে
সাম্রাজ্যবাদের জারজ সন্তান।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
কাদের করে শিকার, কে তার প্রভু
কে না জানে আজ, সে য়ে
সাম্রাজ্যবাদের জারজ সন্তান।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment