জীবন
*****
নুয়ে পড়া ভারাক্রান্ত বয়স ,
টান টান উদ্ধত যৌবন ,
ঝক ঝকে চঞ্চল কৈশোর,
শৈশবের চুলবুলে নরম হাসি ,
এইতো মানুষের জীবন।
--------------------------
প্রতীক্ষা
******
ধুলো মাখা কুয়াশায়
আচ্ছন্ন চারিধার ,
বাতাসে পেট্রল ডিজেলের গন্ধ
আর ধোঁয়া ,
উঁচু বড় বড় বাড়ীগুলি বিভীষিকাময়।
----------
অন্ধকারের আবরণ ভেঙ্গে
ফুটবে আলো
ঝলমলে সবুজ ,
বসে আছি
তার ই প্রতীক্ষায়।
--------------------------------
অনুভব - ২
*********
অনুভূতির ঘড়া শূন্য হলে
তুমি তাকে ভরে তোলো ,
অনুভূতি হীনতার যন্ত্রণা
তুমি ই পারো বুঝতে।
--------
চলার পথে সাহায্য না পেলে
বাড়িয়ে দাও সহায়তার হাত ,
তুমিতো জানো সহমর্মিতা ই
সৃষ্টির সোপান।
---------
অপমানিত হলে
দাও সন্মান ,
তুমি যে অনুভব করো
অসম্মানের জ্বালা।
-----------
ভালোবাসার অভাব দেখলে
দাও ভালোবাসা ,
তুমি শিখেছো
ভালোবাসা ই এগিয়ে যাবার পাথেয়।
-------------
*****
নুয়ে পড়া ভারাক্রান্ত বয়স ,
টান টান উদ্ধত যৌবন ,
ঝক ঝকে চঞ্চল কৈশোর,
শৈশবের চুলবুলে নরম হাসি ,
এইতো মানুষের জীবন।
--------------------------
প্রতীক্ষা
******
ধুলো মাখা কুয়াশায়
আচ্ছন্ন চারিধার ,
বাতাসে পেট্রল ডিজেলের গন্ধ
আর ধোঁয়া ,
উঁচু বড় বড় বাড়ীগুলি বিভীষিকাময়।
----------
অন্ধকারের আবরণ ভেঙ্গে
ফুটবে আলো
ঝলমলে সবুজ ,
বসে আছি
তার ই প্রতীক্ষায়।
--------------------------------
অনুভব - ২
*********
অনুভূতির ঘড়া শূন্য হলে
তুমি তাকে ভরে তোলো ,
অনুভূতি হীনতার যন্ত্রণা
তুমি ই পারো বুঝতে।
--------
চলার পথে সাহায্য না পেলে
বাড়িয়ে দাও সহায়তার হাত ,
তুমিতো জানো সহমর্মিতা ই
সৃষ্টির সোপান।
---------
অপমানিত হলে
দাও সন্মান ,
তুমি যে অনুভব করো
অসম্মানের জ্বালা।
-----------
ভালোবাসার অভাব দেখলে
দাও ভালোবাসা ,
তুমি শিখেছো
ভালোবাসা ই এগিয়ে যাবার পাথেয়।
-------------
No comments:
Post a Comment