13 Mar 2015

কল্পনা - 2

কল্পনা (২)
*******

ছোট্ট একটা অচিন পাখি
বেঁধেছিলো বাসা মনের কোণে 
সেই কবে কে জানে !
---

কখনো সে মিষ্টি সুরে
শিস দেয়,
শিহরণ জাগায়।
---

কখনো বা ডানা ঝাপটায়
করে ধড়ফড় ,
বুকের পাঁজর।
---

কখনো সে নিথর, নিস্তব্ধ,
থমথমে গুমোট ,
সবকিছু  যেন ওলটপালট।
---

ধরা ছোঁয়ার  বাইরে ,
কত যে বেদনা
সে কি অলীক ছলনা !
---

আশা নিরাশায় ভরা ,
তাকে দেখা  যায়না ,
সে আমার কল্পনা।

--------------------------------------------------------------------------------------------------------------------------------------












No comments:

Post a Comment