খসে যাওয়া তারারা
**************
আকাশ থেকে খসে গেলো আর একটা তারা
পৃথিবী থেকে হারিয়ে গেল একটা লড়াকু প্রাণ,
প্রিয়জনদের জন্য রেখে গেলো
বিচ্ছেদ যন্ত্রণার অতল এক গহ্বর।
---
রিক্ত এই সময়ে বড় প্রয়োজন যাদের
তারা কি একেবারে হারিয়ে যায় !
শুধুই রেখে যায় বিরহ বেদনা !
দৈহিক মৃত্যুই কি শেষ কথা !
---
নাকি আত্মিক অবদান আর
অন্তরের ঐশ্বর্য্য ই সার্বিক সত্য ,
জীবনের জয়গান
শোককে আত্মশক্তি করার মন্ত্র।
---
অন্ধকারে তারা যেন ঝিকমিক করে হাসে ,
ভোরের নরম আলোয় প্রেরণা যোগায় ,
ঝিরঝিরে বাতাসে গান গায় ,
পাতায় পাতায় নূতন হিল্লোল তোলে।
---
কৌতুক ভরে বলে আমরা আছি
আমাদের গানে ,গল্পে ,কবিতায় ,
সমস্ত লড়াইয়ের সাথে,
প্রিয়জনদের অন্তরে।
---
হতাশায় জীর্ণ হয়ে বেঁচে থাকা
আমাদের স্মৃতিকে ম্লান করে।
তোমাদের সুন্দর করে বাঁচতে শিখিয়েছি ,
রঙে, রসে আমরাও থাকবো তোমাদের সাথে।
---
মৃত্যুকে উপহাস করে
উসর মরুভূমিতে গড়েছি মরুদ্যান ,
মনের মাধুরী দিয়ে তিলতিল করে গড়েছি তিলোত্তমা ,
স্নেহরসে ভরেছি তার হৃদয় কলস।
---
কান পেতে শোন জীবনের ডাক,
অন্তরে অনুভব করো আমাদের প্রেরণা,
আমাদের খুঁজে পাবে আমাদের সৃস্টি ও কৃষ্টির মাঝে ,
সূর্য্যদয়ের পথে, আগামীদিনের সাথে।
________________________________________________________________________________________________
**************
আকাশ থেকে খসে গেলো আর একটা তারা
পৃথিবী থেকে হারিয়ে গেল একটা লড়াকু প্রাণ,
প্রিয়জনদের জন্য রেখে গেলো
বিচ্ছেদ যন্ত্রণার অতল এক গহ্বর।
---
রিক্ত এই সময়ে বড় প্রয়োজন যাদের
তারা কি একেবারে হারিয়ে যায় !
শুধুই রেখে যায় বিরহ বেদনা !
দৈহিক মৃত্যুই কি শেষ কথা !
---
নাকি আত্মিক অবদান আর
অন্তরের ঐশ্বর্য্য ই সার্বিক সত্য ,
জীবনের জয়গান
শোককে আত্মশক্তি করার মন্ত্র।
---
অন্ধকারে তারা যেন ঝিকমিক করে হাসে ,
ভোরের নরম আলোয় প্রেরণা যোগায় ,
ঝিরঝিরে বাতাসে গান গায় ,
পাতায় পাতায় নূতন হিল্লোল তোলে।
---
কৌতুক ভরে বলে আমরা আছি
আমাদের গানে ,গল্পে ,কবিতায় ,
সমস্ত লড়াইয়ের সাথে,
প্রিয়জনদের অন্তরে।
---
হতাশায় জীর্ণ হয়ে বেঁচে থাকা
আমাদের স্মৃতিকে ম্লান করে।
তোমাদের সুন্দর করে বাঁচতে শিখিয়েছি ,
রঙে, রসে আমরাও থাকবো তোমাদের সাথে।
---
মৃত্যুকে উপহাস করে
উসর মরুভূমিতে গড়েছি মরুদ্যান ,
মনের মাধুরী দিয়ে তিলতিল করে গড়েছি তিলোত্তমা ,
স্নেহরসে ভরেছি তার হৃদয় কলস।
---
কান পেতে শোন জীবনের ডাক,
অন্তরে অনুভব করো আমাদের প্রেরণা,
আমাদের খুঁজে পাবে আমাদের সৃস্টি ও কৃষ্টির মাঝে ,
সূর্য্যদয়ের পথে, আগামীদিনের সাথে।
________________________________________________________________________________________________
No comments:
Post a Comment