নারীমুক্তি
*******
খাঁচায় বন্দী পাখীর মত
ডানা ঝাপটানোর দিন আজ শেষ ,
নীল্ খোলা আকাশটা
হাতছানি দিচ্ছে অবিরত
মুক্তির আঘ্রান নিতে।
জমে যাওয়া মন
জমাট বাঁধা ডানা
শুধু অজুহাত খোঁজে,
উড়তে করে মানা
উন্মুক্ত প্রকৃতির মাঝে।
চারিধারে বেড়াজাল ব্যতীত ,
বন্দিনী আপনি আপনার জালে,
বস্তাপচা পুরানো অভ্যাসে।
ভেঙ্গে ফেলো সকল জঞ্জীর
মুক্তির আঘ্রান নাও,
আলোর দুনিয়াতে রাখো দুটি পা
আপন বিশ্বাস, আপন শক্তির বলে।
*******
খাঁচায় বন্দী পাখীর মত
ডানা ঝাপটানোর দিন আজ শেষ ,
নীল্ খোলা আকাশটা
হাতছানি দিচ্ছে অবিরত
মুক্তির আঘ্রান নিতে।
জমে যাওয়া মন
জমাট বাঁধা ডানা
শুধু অজুহাত খোঁজে,
উড়তে করে মানা
উন্মুক্ত প্রকৃতির মাঝে।
চারিধারে বেড়াজাল ব্যতীত ,
বন্দিনী আপনি আপনার জালে,
বস্তাপচা পুরানো অভ্যাসে।
ভেঙ্গে ফেলো সকল জঞ্জীর
মুক্তির আঘ্রান নাও,
আলোর দুনিয়াতে রাখো দুটি পা
আপন বিশ্বাস, আপন শক্তির বলে।
আগুণ থেকেযাজ্ঞসেনির মতো জন্ম নাও আরো একবার,
হলে, হোক না কেন আরও একটা কুরুক্ষেত্র।
_______________________________________________________________________________________________
হলে, হোক না কেন আরও একটা কুরুক্ষেত্র।
_______________________________________________________________________________________________
No comments:
Post a Comment