30 Mar 2015

বৃষ্টি ধোয়া সন্ধ্যা

বৃষ্টি ধোয়া সন্ধ্যা 
***********

ঘন ভরাট নীল আকাশে
টুকরো টুকরো পেঁজাতুলোর  মত
ধূসর মেঘেদের মাতামাতি।
---

গুচ্ছ গুচ্ছ পলাশ ফুলের গালে
উত্সবের বাঁশী বাজিয়ে
চুমু খেয়ে যায় বাতাস।
---

গোধূলির মসৃন আলোতে
জীবনের স্পন্দন
মৌবনের গন্ধ।
---

আকাশ সাজে আসমানী রঙে
ঈশান কোনে ঘন স্তুপীকৃত মেঘপুঞ্জ
ছড়িয়ে যায় প্রতিটি কোণে।
---

বৃস্টি নামে
টুপটাপ পদ্ম পাতায়
পুকুরের জলে।
---

হওয়ার গতি বাড়ে শনশন                
চারিদিক আঁধার করে
বৃস্টি নামে ঝমঝম।
---

বৃস্টি দৌড়ে চলে মুষলধায়ায়   
ধুয়ে গাছ গাছালি, ঘরবাড়ী
পরিচ্ছন্ন রাস্তাঘাট।
---


বৃস্টি ধোওয়া নির্মল আঁধারে আলো
মাটিতে মুক্তির শুভলগ্ন
পবিত্র স্বচ্ছ মন মেজাজ।

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------





 













No comments:

Post a Comment