14 Apr 2015

প্রকৃতির মাঝে

প্রকৃতির মাঝে
***********

নিটোল অবকাশ উন্মুক্ত প্রকৃতির মাঝে,
উদার দিগন্তে মহামিলনের সুর বাজে।
ভোরের আকাশে নবীন সূর্যোদয়
আদিম মহা অরণ্যের শাখায় শাখায়।
 ---
পাহাড়ের ফলকে,
আলোকের ঝলকে ,
পাগলাঝোরা যত,
নেচে চলে অবিরত।
---

শ্বেতশুভ্র মেঘের আড়ালে
পাহাড়ে, জলে, জঙ্গলে ,
কে যেন দেয় হাতছানি
উজাড় করে হৃদয়খানি।
---

শুনে জীবনের ডাক
মুছে যায় সব ফাঁক,
ক্ষুদ্রতার সীমা ছাড়িয়ে 
মন বুঝি যায় হারিয়ে।
---

সাঁঝে সূর্য্য যায় অস্তাচলে
পাহাড়ের খাঁজে, নদীর জলে।
চারিপাশে যত ধারাগিরি 
মনটাকে করে চুরি।
---

শন শন ঝড় বয়
সবারে ডেকে কয় ,
কে যাবি আয় সাথে ,
নূতন দিনের পথে।
------------------
















13 Apr 2015

মুক্তি

মুক্তি
****

আমরা বাঁচতে চাই ,
চাই মুক্তি ,
চাই শান্তি ,
চাই নিরাপত্তা।
---
জাগতিক জীবন যখন
টাল মাটাল ,
মানসিক জীবন খোঁজে
সঞ্জীবনী সুধা।
---
সঙ্গীতের মহাজাগতিক গন্ধ,
সাহিত্যকলার আত্মিক স্বাদ,
দেয় মানবিক নিরাপত্তা,
তাই তো আমরা বেঁচে থাকি।
 _______________________


বিশ্বজগত নাচে
**********

আলোর নাচন  মহাশূন্যে ,
বাতাবরণে নাচে বাউল বাতাস ,
রঙের নাচন বনানীর ক্যানভাসে 
ঢেউ নাচে মহাসাগরের বুকে,
---

ধানের শীষ নাচে চষা মাটিতে ,
প্রদীপের শিখার নাচন কুঁড়েঘরের কোনে ,
সুরের নাচন কোকিলের কণ্ঠে ,
মন নাচে আনন্দে।
_______________________________

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

9 Apr 2015

বসন্তের রেশ

বসন্তের  রেশ
**********

চারিপাশে পলাশ, শিমূল আর কৃষ্ণচূড়ার
কিছু ফুলের তোড়়া পাতার  ভিতর থেকে 
উঁকি ঝুকি মারছে এখনো ,
প্রবল ঝড়ের দাপট উপেক্ষা করে।
 ---

রাধাচূড়ার হলুদ রঙা 
ফুল কটির মাথার উপর
তাদের স্পর্ধিত  লালিমায়
রোমাঞ্চিত গোধূলির আলো।
 ---

মাটিতে ছড়ানো ছেটানো
লাল আর হলুদের হাসির রেশ ,
কোকিলের  মিস্টি কূহু রবে
বসন্ত এখনো বিরাজিত।
---

প্রকৃতির আনন্দ মুখর বিষন্নতা 
বিরহ আর মিলনের বাঁশী বাজায়। 
বাতাস ছড়িয়ে  দেয় সে সুর
সাগরের ফেনায় ফেনায়।
-------------------------

7 Apr 2015

বজ্রমানিক

বজ্রমানিক
*******

রাতের নীলচে কালো আকাশে
ছেঁড়া  ছেঁড়া মেঘ ভেসে বেড়ায় 
ছোট্ট ছোট্ট ভেলার মতো,
কোথাও  বা উঁচু পাহাড়সম 
স্তুপীকৃত পুঞ্জ পুঞ্জ সুবিশাল মেঘরাশি।
তারই  ভেতরে জ্বলছে বজ্রমানিক,
মাঝে মাঝে ঝলসে ওঠে দিকচক্রবাল,
আলো ঠিকরে নেমে আসে আচমকাই
মাটির বুকে, পুড়িয়ে ছাড়খার করে দিতে 
পৃথিবীর সকল আবর্জনাকে,
সেই বজ্রঘন নিকষ কালো রাত ভয়ংকর সুন্দর।
কালবৈশাখীর এ প্রলয় মুহূর্ত্তে
পুরাতন জীর্ণ কে উড়িয়ে নিয়ে ,
সূচনা করতে পারে এক নূতন যুগের। 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 Apr 2015

প্রবাহমানতা

প্রবাহমানতা 
*********

শত সহস্র বছরের প্রাচীনতা
সুপ্ত ছিল চষা ভুঁয়ের তলায়,
ভাঙে সুদীর্ঘ প্রতীক্ষা তার
কৃষকের লাঙ্গলের ফলায়।
---

জেগেছে ইতিহাস
তার ইমারত,  সীলমোহর
আর অজস্র কৃষ্টি নিয়ে
আশায় নবীন আলোর।
---

অতীত বন্দী ছিল
 বর্তমানের জঠরে,
কালকের  কর্মকান্ডের  মুক্তি
আজকের কর্ম যজ্ঞের করে।
---

হরপ্পা, মহেঞ্জদর, অজন্তা, ইলোরা
প্রত্নতত্বের অবাক বিস্ময় আজও প্রবাহমান,
অতীত, বর্তমান আর ভবিষ্যতের
যেন মূর্ত ঐক্যতান।
---

শিকড় তাদের সুপ্রাচীন
ভাঙা মূর্তিতে আদিমতার ছায়া,
ফসলের পুরাতনী গন্ধ
রঙে রসে চিরন্তনতার  মায়া।
---

বিগত দিনের নির্যাস
সাক্ষর রেখে যাবে,
আগামী দিনের বাতাসের গন্ধে,
আকাশের গায়ে, মাটির পরতে।
---

অনাগত সূর্য্য
উঠবে হেসে, গেয়ে,
মনুষ্যত্বের সবটুকু বৈভব
আর শ্রমের ফসল নিযে।

-------------------------------------------------------------------------------------------------------------------------------------