14 Apr 2015

প্রকৃতির মাঝে

প্রকৃতির মাঝে
***********

নিটোল অবকাশ উন্মুক্ত প্রকৃতির মাঝে,
উদার দিগন্তে মহামিলনের সুর বাজে।
ভোরের আকাশে নবীন সূর্যোদয়
আদিম মহা অরণ্যের শাখায় শাখায়।
 ---
পাহাড়ের ফলকে,
আলোকের ঝলকে ,
পাগলাঝোরা যত,
নেচে চলে অবিরত।
---

শ্বেতশুভ্র মেঘের আড়ালে
পাহাড়ে, জলে, জঙ্গলে ,
কে যেন দেয় হাতছানি
উজাড় করে হৃদয়খানি।
---

শুনে জীবনের ডাক
মুছে যায় সব ফাঁক,
ক্ষুদ্রতার সীমা ছাড়িয়ে 
মন বুঝি যায় হারিয়ে।
---

সাঁঝে সূর্য্য যায় অস্তাচলে
পাহাড়ের খাঁজে, নদীর জলে।
চারিপাশে যত ধারাগিরি 
মনটাকে করে চুরি।
---

শন শন ঝড় বয়
সবারে ডেকে কয় ,
কে যাবি আয় সাথে ,
নূতন দিনের পথে।
------------------
















No comments:

Post a Comment