বজ্রমানিক
*******
রাতের নীলচে কালো আকাশে
ছেঁড়া ছেঁড়া মেঘ ভেসে বেড়ায়
ছোট্ট ছোট্ট ভেলার মতো,
কোথাও বা উঁচু পাহাড়সম
স্তুপীকৃত পুঞ্জ পুঞ্জ সুবিশাল মেঘরাশি।
তারই ভেতরে জ্বলছে বজ্রমানিক,
মাঝে মাঝে ঝলসে ওঠে দিকচক্রবাল,
আলো ঠিকরে নেমে আসে আচমকাই
মাটির বুকে, পুড়িয়ে ছাড়খার করে দিতে
পৃথিবীর সকল আবর্জনাকে,
সেই বজ্রঘন নিকষ কালো রাত ভয়ংকর সুন্দর।
কালবৈশাখীর এ প্রলয় মুহূর্ত্তে
পুরাতন জীর্ণ কে উড়িয়ে নিয়ে ,
সূচনা করতে পারে এক নূতন যুগের।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*******
রাতের নীলচে কালো আকাশে
ছেঁড়া ছেঁড়া মেঘ ভেসে বেড়ায়
ছোট্ট ছোট্ট ভেলার মতো,
কোথাও বা উঁচু পাহাড়সম
স্তুপীকৃত পুঞ্জ পুঞ্জ সুবিশাল মেঘরাশি।
তারই ভেতরে জ্বলছে বজ্রমানিক,
মাঝে মাঝে ঝলসে ওঠে দিকচক্রবাল,
আলো ঠিকরে নেমে আসে আচমকাই
মাটির বুকে, পুড়িয়ে ছাড়খার করে দিতে
পৃথিবীর সকল আবর্জনাকে,
সেই বজ্রঘন নিকষ কালো রাত ভয়ংকর সুন্দর।
কালবৈশাখীর এ প্রলয় মুহূর্ত্তে
পুরাতন জীর্ণ কে উড়িয়ে নিয়ে ,
সূচনা করতে পারে এক নূতন যুগের।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment