প্রবাহমানতা
*********
শত সহস্র বছরের প্রাচীনতা
সুপ্ত ছিল চষা ভুঁয়ের তলায়,
ভাঙে সুদীর্ঘ প্রতীক্ষা তার
কৃষকের লাঙ্গলের ফলায়।
---
জেগেছে ইতিহাস
তার ইমারত, সীলমোহর
আর অজস্র কৃষ্টি নিয়ে
আশায় নবীন আলোর।
---
অতীত বন্দী ছিল
বর্তমানের জঠরে,
কালকের কর্মকান্ডের মুক্তি
আজকের কর্ম যজ্ঞের করে।
---
হরপ্পা, মহেঞ্জদর, অজন্তা, ইলোরা
প্রত্নতত্বের অবাক বিস্ময় আজও প্রবাহমান,
অতীত, বর্তমান আর ভবিষ্যতের
যেন মূর্ত ঐক্যতান।
---
শিকড় তাদের সুপ্রাচীন
ভাঙা মূর্তিতে আদিমতার ছায়া,
ফসলের পুরাতনী গন্ধ
রঙে রসে চিরন্তনতার মায়া।
---
বিগত দিনের নির্যাস
সাক্ষর রেখে যাবে,
আগামী দিনের বাতাসের গন্ধে,
আকাশের গায়ে, মাটির পরতে।
---
অনাগত সূর্য্য
উঠবে হেসে, গেয়ে,
মনুষ্যত্বের সবটুকু বৈভব
আর শ্রমের ফসল নিযে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
*********
শত সহস্র বছরের প্রাচীনতা
সুপ্ত ছিল চষা ভুঁয়ের তলায়,
ভাঙে সুদীর্ঘ প্রতীক্ষা তার
কৃষকের লাঙ্গলের ফলায়।
---
জেগেছে ইতিহাস
তার ইমারত, সীলমোহর
আর অজস্র কৃষ্টি নিয়ে
আশায় নবীন আলোর।
---
অতীত বন্দী ছিল
বর্তমানের জঠরে,
কালকের কর্মকান্ডের মুক্তি
আজকের কর্ম যজ্ঞের করে।
---
হরপ্পা, মহেঞ্জদর, অজন্তা, ইলোরা
প্রত্নতত্বের অবাক বিস্ময় আজও প্রবাহমান,
অতীত, বর্তমান আর ভবিষ্যতের
যেন মূর্ত ঐক্যতান।
---
শিকড় তাদের সুপ্রাচীন
ভাঙা মূর্তিতে আদিমতার ছায়া,
ফসলের পুরাতনী গন্ধ
রঙে রসে চিরন্তনতার মায়া।
---
বিগত দিনের নির্যাস
সাক্ষর রেখে যাবে,
আগামী দিনের বাতাসের গন্ধে,
আকাশের গায়ে, মাটির পরতে।
---
অনাগত সূর্য্য
উঠবে হেসে, গেয়ে,
মনুষ্যত্বের সবটুকু বৈভব
আর শ্রমের ফসল নিযে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment