বসন্তের রেশ
**********
চারিপাশে পলাশ, শিমূল আর কৃষ্ণচূড়ার
কিছু ফুলের তোড়়া পাতার ভিতর থেকে
উঁকি ঝুকি মারছে এখনো ,
প্রবল ঝড়ের দাপট উপেক্ষা করে।
---
রাধাচূড়ার হলুদ রঙা
ফুল কটির মাথার উপর
তাদের স্পর্ধিত লালিমায়
রোমাঞ্চিত গোধূলির আলো।
---
মাটিতে ছড়ানো ছেটানো
লাল আর হলুদের হাসির রেশ ,
কোকিলের মিস্টি কূহু রবে
বসন্ত এখনো বিরাজিত।
---
প্রকৃতির আনন্দ মুখর বিষন্নতা
বিরহ আর মিলনের বাঁশী বাজায়।
বাতাস ছড়িয়ে দেয় সে সুর
সাগরের ফেনায় ফেনায়।
-------------------------
**********
চারিপাশে পলাশ, শিমূল আর কৃষ্ণচূড়ার
কিছু ফুলের তোড়়া পাতার ভিতর থেকে
উঁকি ঝুকি মারছে এখনো ,
প্রবল ঝড়ের দাপট উপেক্ষা করে।
---
রাধাচূড়ার হলুদ রঙা
ফুল কটির মাথার উপর
তাদের স্পর্ধিত লালিমায়
রোমাঞ্চিত গোধূলির আলো।
---
মাটিতে ছড়ানো ছেটানো
লাল আর হলুদের হাসির রেশ ,
কোকিলের মিস্টি কূহু রবে
বসন্ত এখনো বিরাজিত।
---
প্রকৃতির আনন্দ মুখর বিষন্নতা
বিরহ আর মিলনের বাঁশী বাজায়।
বাতাস ছড়িয়ে দেয় সে সুর
সাগরের ফেনায় ফেনায়।
-------------------------
No comments:
Post a Comment