19 Sept 2015

প্রথম দেখা

প্রথম দেখা
********
তখন প্রথম দেখেছিলাম তোমাকে ,
ছিপছিপে টান টান চেহারা ,
দৃঢ় উঁচু ঘাড়, কাঁচাপাকা মাথা,
থুতনিতে সামান্য ঝুলে পড়া দাড়ি,
কিন্তু গোঁফ জোড়াটা বিশাল।
তার ফাঁক গলে আকর্ণ বিস্তৃত
মন মাতানো সহজ সরল হাসি,
আপনভোলা এক মানুষ।
--

বুদ্ধি দীপ্ত ডাগর চোখে
অনুভূতিপ্রবন মনের ছায়া।
আপন করে নিতো অচিরে,
খুলে যেতো ভারাক্রান্ত মনের  
সকল বন্ধ দরজা জানালা,
ঝরঝরে সবুজ হয়ে ওঠা।
নির্ভরযোগ্য বিশ্বস্ত হৃদয় জিতে নিত
শ্রদ্ধামাখা ভালোবাসা অচিরেই।
--

তারপর কত যুগ কেটে গেছে,
এখনো উতলা মন তোমাকেই খোঁজে,
সমস্ত রাগ-যন্ত্রণা, হাসি-কান্না তে
তোমাকে, শুধুমাত্র তোমাকেই চায়,
প্রতিটি দিন, প্রতিটি মুহুর্তে তোমারি
উষ্ণ সান্বিধ্য টুকুর জন্যে মন উদগ্রীব, 
তোমার শক্ত মুঠোতে যেন বাঁধা থাকে
জীবন যুদ্ধের শেষ পারানির ক্ষন টুকুও।
--------------------------------------------------------------------------------------------------------------------------



 












No comments:

Post a Comment