26 Sept 2015

মাত্র দুটো বছর

মাত্র দুটো বছর
**********

তুমি বাঁচতে চেয়েছিলে আর দুটো বছর,
হাঁসপাতালের বেডে শুয়ে,
মুখে অসহায় আকুতি,
আকাঙ্খা ভরা সজল দুটি চোখ,
বাঁচতে চেয়েছিলে মাত্র আর দুটো বছর।
--

আকুল কন্ঠে ডেকেছিলে তোমার ভগবানকে,
সকরুণ মিনতি জানিয়েছিলে
ডাক্তার, নার্স, এমনকি আর্দালিদের কাছে,
ভরসা করেছিলে প্রিয়জনদের, বিশ্বাস -
যদি কেউ বাঁচিয়ে দেয় মাত্র দুটো বছর।
--

আশা নিরাশার দোলা,
প্রতিদিনের উত্কন্ঠিত প্রতীক্ষা,
অবশেষে নিদান ঘোষণা।
অসহায় প্রিয়জনরা চোখের জল লুকিয়ে,
আশ্বাস দিয়েছিল তুমি বাঁচবে আরও দুটো বছর।
--

যে কাল ব্যাধি বাসা বেঁধেছিল শরীরে,
ছড়িয়ে পড়ছিল অতি দ্রুত গতিতে,
সেকি বুঝেছিলে! নাকি লুকোচুরি খেলতে
সবার সাথে, তোমার প্রিয়জনদের মত!
তুমিতো বাঁচতে চেয়েছিলে মাত্র আর দুটো বছর।
--

প্রতিদিনকার দূরারোগ্য ব্যাধির সাথে
লড়তে গিয়ে হয়ত বা ক্লান্ত হয়ে পড়েছিল,
তোমারই আপনজনেরা, হয়তো বা চেয়েছিল
অসহ্য রোগ যন্ত্রণা যেন ভোগ না করো,
কিন্তু তুমি তো বাঁচতে চেয়েছিলে মাত্র দুটো বছর।
--

প্রতি রাতের মৃত্যু ভয়ের আকুল আকূতি,
হয়তো অভাব ঘটেছিল সহমর্মিতার ,
তোমার অভিমান সেদিন পায়নি সাড়া,
আজ যখন তোমার পরম আপনজনদের 
মনটা গুমরাচ্ছে, তুমি তখন কোথায় !

--
আজও  তোমার হাতে লাগান কিছু গাছ আছে ,
আছে তোমার তৈরী মূর্তি, আরও কিছু শিল্পকর্ম।
কিন্তু তুমি নেই। নাকি আছ ! গঙ্গার জলস্রোতে!
এদেশের মাটিতে মিশে! পৃথিবীর পরিমন্ডলে!
অন্তত পক্ষে আমাদের হৃদয়ে।

_________________________________________________________________________________________





















  













No comments:

Post a Comment