অনুভব
*******
মানুষের মন জলতরঙ্গের মতো
বেজে ওঠে টুং টাং
শিল্পীর হাতের ছোঁয়ায় ,
বেরসিকের বেদরদী হাতে
ভেঙ্গে চুরমার
সুমধুর সুরের আবেশ।
মানুষের দেহ
সেতারের আলাপের মতো
মর্ত্তে আনে স্বর্গের অমৃতসুধা।
হিংস্রতার কর্কশ হাত
করে তছনছ, ছারখার
স্বপ্নের মায়াময় জগৎ।
অবিবেচক অত্যাচারীর নির্মম নিদান
ছিন্নভিন্ন করে,
কত অপরূপ কুসুম কলি।
মানুষের জীবন
সংবেদনশীল কাব্যের মতো
সৃষ্টির মহাপ্লাবন ভাসিয়ে দেয় ধরাতল।
*******************
আলদীনের জিন
************
যদি পেতাম আলাদীনের আশ্চর্য প্রদীপটা
বলতো এসে জীনটা
বল কি চাস চাইলে পাবি ,
কিন্তু পাবি শুধুই তিনটে ,
বল এবার চাস কোনটে !
কি চাই , চাই কোনটে
নাম,যশ ,অর্থ, খ্যাতি প্রতিপত্তি
বাড়ি,গাড়ী, হীরে মুক্ত, মানিক
তার সাথে চাই কিছু ডিগ্রী কেতাবি
তবেই হবে পাল্লাভারী।
সারা দেশটা যদি যায় গোল্লায়
সব পেলেও কি কাজে দেয় !
তাই চাই এ দেশ ফুলেফেঁপে উঠবে বেশ
দেশটা একা একা বাঁচবে কি
সারা দুনিয়াকে দিয়ে ফাঁকি !
জীনটাকে বলি হেসে কেঁদে ,
সুন্দর কর পৃথিবী টাকে
শান্তি আসুক ধরণীর বুকে
দুনিয়ার মানুষ জানুক হাসতে
মানুষ শিখুক মানুষকে ভালবাসতে।
*************************
*******
মানুষের মন জলতরঙ্গের মতো
বেজে ওঠে টুং টাং
শিল্পীর হাতের ছোঁয়ায় ,
বেরসিকের বেদরদী হাতে
ভেঙ্গে চুরমার
সুমধুর সুরের আবেশ।
মানুষের দেহ
সেতারের আলাপের মতো
মর্ত্তে আনে স্বর্গের অমৃতসুধা।
হিংস্রতার কর্কশ হাত
করে তছনছ, ছারখার
স্বপ্নের মায়াময় জগৎ।
অবিবেচক অত্যাচারীর নির্মম নিদান
ছিন্নভিন্ন করে,
কত অপরূপ কুসুম কলি।
মানুষের জীবন
সংবেদনশীল কাব্যের মতো
সৃষ্টির মহাপ্লাবন ভাসিয়ে দেয় ধরাতল।
*******************
আলদীনের জিন
************
যদি পেতাম আলাদীনের আশ্চর্য প্রদীপটা
বলতো এসে জীনটা
বল কি চাস চাইলে পাবি ,
কিন্তু পাবি শুধুই তিনটে ,
বল এবার চাস কোনটে !
কি চাই , চাই কোনটে
নাম,যশ ,অর্থ, খ্যাতি প্রতিপত্তি
বাড়ি,গাড়ী, হীরে মুক্ত, মানিক
তার সাথে চাই কিছু ডিগ্রী কেতাবি
তবেই হবে পাল্লাভারী।
সারা দেশটা যদি যায় গোল্লায়
সব পেলেও কি কাজে দেয় !
তাই চাই এ দেশ ফুলেফেঁপে উঠবে বেশ
দেশটা একা একা বাঁচবে কি
সারা দুনিয়াকে দিয়ে ফাঁকি !
জীনটাকে বলি হেসে কেঁদে ,
সুন্দর কর পৃথিবী টাকে
শান্তি আসুক ধরণীর বুকে
দুনিয়ার মানুষ জানুক হাসতে
মানুষ শিখুক মানুষকে ভালবাসতে।
*************************
No comments:
Post a Comment