18 Nov 2014

রোজনামচা, ছুটি




রোজনামচা 
 ****************
মেঘ জড়ানো আকাশ 
ছায়ামাখা আলো
পাখীর  ডানায় কবিতা
গাছের পাতায় সুর
কুকুরছানার পায়েপায়ে চপলতা
ছুটছে  সকাল। 
 -------


ছোপধরা পাঁচিল 
কার্নিশে পায়রাদের মেলা
জলের ট্যাঙ্ক আর ফাটা পাইপ
খাঁ খাঁ  ঘর বাড়ী
ধূসর আকাশ
 ক্লান্ত  দুপুর।
-----

যন্ত্রের ঘর্ঘর
উপচে পড়া  ভীড়
বাতাসে ঘামের স্বাদ
রাস্তা ভারাক্রান্ত
গৃহিনীদের নাভিশ্বাস 
 রিনরিনে নামতাপড়া সন্ধ্যা।

---------
বাসনপত্রের ঝনঝনানি
হাতাখুন্তির ঠক ঠকানি
সার সার বিছানা
মশাদের গুনগুনানি
ক্লান্ত শরীর, ঘুমন্ত রাত
শুধু জাগে চাঁদ 
**************


ছুটি
*****

শাক সবজি ভরা বাজার
রোদ মিঠেকড়া
খলবলে কইমাছ
নির্জনতা কোলাহলভরা।
-----
সোনালী সকাল
খুশীর আমেজ
 জমজমাট আড্ডা
 ছুটির মেজাজ।

-------

















No comments:

Post a Comment