14 Nov 2014

মিলন সঙ্গীত


মিলন  সঙ্গীত
 **********

হালকা বাতাস দোলা দেয়
সবুজ ঘাসের মাথায়
ফুলের পাপড়ি আর
গাছের পাতায়।
-----

সোনামাখা আলোর রেখা
নাচে হওয়ার তালে,
পাখির কূজন ভেসে চলে
কুটিরের  চালে, নদীর জলে।
-----

সুরের টান ধরে মনের তারে
বাউলা বাতাস উত্তাল,
ছোটে আলো শনশন
এলোমেলো ঝোপঝাড়।
-----

উথালপাথাল নদীর জল,
পাখির ডানায় উন্মাদনা,
উড়ন্ত মন পৃথিবীর সীমা ছাড়িয়ে
ধেয়ে চলে মহাবিশ্বের পানে।
------


মহাকাশ, মহাশূন্য, অগনিত নক্ষত্রপুঞ্জ
মিলেমিশে একাকার,
অপরিসীম শক্তিতরঙ্গ,
অপরূপ বিচ্ছুরিত আলোক বর্ত্তিকা

-----

অনুভূতি অভূতপূর্ব
শান্ত সমাহিত আবেশ
অসীম আত্মীয়তা বোধে আপ্লুত
দেহমনের প্রতিটি কোষ, প্রতিটি তন্ত্রী।  
*************************









No comments:

Post a Comment