22 Nov 2014

বন্ধু

বন্ধু।
***

সে ছিলো  এক কাজল কালো মেয়ে
কোঁচকানো তার কালো কাজল  চুল,
মুক্তসাদা  দাঁতের সারি
সহজ সরল মিষ্টি হাসি,
ডাগর চোখের সজীব ভাষা 
মমত্ব মাখা মুখখানি,
কোন জেদ ধরলে হটাত
ভাঙবে তার সাধ্য কি।
----------

 ঝড়ের সাথে পাল্লা দিয়ে
সাগর জলে ভাসলো তরী,
একই নাওয়ে আমরা কজন
দুঃখ সুখে কাটত যে দিন,
তুফান যখন আসত তখন
সবাই  মিলে  দাঁড় বেয়েছি,
সবল হাতে হাল ধরে ভাই
সকল বাঁধা পার হয়েছি। 
--------

ভাটার টানে ফিরলো তরী
ছিটকে  গেলাম কে কোনখানে,
খবর পেলেই ছুট্টে যে যাই
বিপদ যখন কারো ঘটে,
এখনো সেই মনের টানে 
বাঁধা আছি আমরা সবাই।
একই স্বপ্ন বুকে বেঁধে 
এখনও সব আছি বেঁচে।
-----------


কে বলে তুই হারিয়ে গেছিস
হারিয়ে যাবি কোথা !
তুই যে  আছিস মোদের মাঝে
মনের ভেতর  হেথা। 
সবখানে তোর গন্ধ যে পাই
গল্পে চিত্রে কথার মাঝে,
আবার যখন ভাসবে তরী
থাকবি  রে তুই তারই সাথে।

------------------------------------------------------------

আমাদের প্রিয় বন্ধু লেখিকা মীনাক্ষী সেন  এর স্মৃতিতে।
-------------------------------------------------------------












No comments:

Post a Comment