বিগত বসন্ত
***********
সূর্য যখন অস্তাচলে
নৌকোগুলি ভিড়েছে ঘাটে।
একূলে প্রবীণ বট গাছ
শুধু দেখে চেয়ে,
সারা আকাশকে রাঙিয়ে
সূর্য যাচ্ছে পাটে।
যেন মুচকি হেসে বলে
পাল্লা দিতে পারোনি আমার সাথে।
------
গোধূলির আলো কৃষ্ণচূড়া, রাধাচূড়ার
লাল হলুদ শাড়ি জড়িয়ে ,
আকাশ পরীদের সাথে
মেঘের সাগরে সাঁতার কাটে।
ওপারে কৈশোর যৌবনের চপলতা,
এপারে শ্যাওলা ধরা ঘাটে
বিষন্ন প্রবীণ বটগাছ,
অবুঝ মন সবুজ হবার স্বপ্ন দেখে।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
***********
সূর্য যখন অস্তাচলে
নৌকোগুলি ভিড়েছে ঘাটে।
একূলে প্রবীণ বট গাছ
শুধু দেখে চেয়ে,
সারা আকাশকে রাঙিয়ে
সূর্য যাচ্ছে পাটে।
যেন মুচকি হেসে বলে
পাল্লা দিতে পারোনি আমার সাথে।
------
গোধূলির আলো কৃষ্ণচূড়া, রাধাচূড়ার
লাল হলুদ শাড়ি জড়িয়ে ,
আকাশ পরীদের সাথে
মেঘের সাগরে সাঁতার কাটে।
ওপারে কৈশোর যৌবনের চপলতা,
এপারে শ্যাওলা ধরা ঘাটে
বিষন্ন প্রবীণ বটগাছ,
অবুঝ মন সবুজ হবার স্বপ্ন দেখে।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment