সময়
****
মনের মধ্যে ফেনিয়ে উঠতে চায়
সুরের জারক রস ,
শরীরের রোমে রোমে
মাতাল হাওয়া ,
উত্তাল তরঙ্গে ভেসে যাবার
সাধ চেতনায় ,
বাধার ফাঁস কন্ঠে
মূর্তিমান অন্তরায়।
অন্ধকারের চেয়েও অন্ধকার
এই সময়, সারা পৃথিবীটা হয়ে গেছে
যেন একটা কনসেনট্রেসন ক্যাম্প
আর গ্যাসচেম্বার।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment