25 Feb 2015

নদীরা যখন সাগরে মেশে

নদীরা যখন সাগরে মেশে
******************
পাহাড় ভেঙে নামে কত শত নদী
ডেকে বলে যাবে নাকি,
আমাদের সাথে দূর বহুদূর
ভেঙেচূরে,  কত নগর, বন্দর, 
যত মাঠঘাট বনজঙ্গল
বাঁধভাঙ্গা স্রোতে ভাসিয়ে দূকুল,
তেরো নদী পার সাত সমুদুর
ধুধু করে জল, যেথা ভর দুপুর,
গাঙচিলেরা খেলায় মাতে
ডলফিন আর কোরালের সাথে।
------

জোত্স্নারাতে চাঁদ নেমে আসে    
জলসা বসায় তারাদের সাথে,
পৃথিবীর  ঘুম চুরি করে
আলাপ শোনায় দরবারী রাগে,
ঢেউযের পরে ঢেউ আছড়ে পড়ে বালুতটে,
চিরসখার সাথে নিত্তিনতুন খুনসুটিতে মাতে। 
সাগরে বিলীন নদীরা অধীর আগ্রহে
রাত জাগে আর ভাবে
কখন দিনান্তের  ক্লেদ  ধুয়ে মুছে
রাতভোরে শিশুসূর্য আবার হাসে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------
















No comments:

Post a Comment