সৃস্টি
*****
চিলের মতো ধূসর আকাশে টক্কর খেয়ে,
ঝড়ো হাওয়ায় ভর করে,
ঝলসানো আগুন পিঠে নিয়ে,
গভীর ঘন জঙ্গলের মধ্য থেকে
ছোঁ মেরে শিকার ধরার
নাম ই কি সৃস্টি !
-------
নাকি ডুবুরীর মতো,
হাঙ্গর, তিমিদের পাশ কাটিয়ে,
অক্টোপাসের বাধন এড়িয়ে ,
সমুদ্রের সুগভীর তলদেশ থেকে
ঝিনুক খুঁজে
মুক্ত সঞ্চয় করা।
---------
নাকি কিন্নরী কিন্নরদের মতো
পাহাড়ের শ্বেত শুভ্র বরফ চূড়া বেয়ে
মেঘেদের গা ঘেষে,
অতল গহ্বর ডিঙিয়ে,
স্নিগ্ধ রাতে অগনিত নক্ষত্র পুঞ্জের সাথে মিতালী পাতিয়ে ,
মানস সরোবরের কমল তুলে আনা।
-------
নাকি চালাঘরের দাওয়ার পাশে ছাতিমগাছটায়
কোকিল, দোয়েল, টিয়া পাখীরা যে শীষ দেয়,
বেল, চাঁপা ফুলেরা যে গন্ধ ছড়ায়,
টলটলে পুকুরের জলে ছোট্ট মাছগুলি
রামধনুর রঙ চুরি করে গায়ে মাখে ,
পদ্ম পাতার উপর শিশির বিন্দু ঝিকমিক করে হাসে,
প্রতিদিনকার জীবনে প্রকৃতির যে অজস্র আশীর্বাদ,
তাকেই হৃদয়ের অন্ত:স্হলে গভীর করে পাওয়া।
____________________________________________________________________________________________
*****
চিলের মতো ধূসর আকাশে টক্কর খেয়ে,
ঝড়ো হাওয়ায় ভর করে,
ঝলসানো আগুন পিঠে নিয়ে,
গভীর ঘন জঙ্গলের মধ্য থেকে
ছোঁ মেরে শিকার ধরার
নাম ই কি সৃস্টি !
-------
নাকি ডুবুরীর মতো,
হাঙ্গর, তিমিদের পাশ কাটিয়ে,
অক্টোপাসের বাধন এড়িয়ে ,
সমুদ্রের সুগভীর তলদেশ থেকে
ঝিনুক খুঁজে
মুক্ত সঞ্চয় করা।
---------
নাকি কিন্নরী কিন্নরদের মতো
পাহাড়ের শ্বেত শুভ্র বরফ চূড়া বেয়ে
মেঘেদের গা ঘেষে,
অতল গহ্বর ডিঙিয়ে,
স্নিগ্ধ রাতে অগনিত নক্ষত্র পুঞ্জের সাথে মিতালী পাতিয়ে ,
মানস সরোবরের কমল তুলে আনা।
-------
নাকি চালাঘরের দাওয়ার পাশে ছাতিমগাছটায়
কোকিল, দোয়েল, টিয়া পাখীরা যে শীষ দেয়,
বেল, চাঁপা ফুলেরা যে গন্ধ ছড়ায়,
টলটলে পুকুরের জলে ছোট্ট মাছগুলি
রামধনুর রঙ চুরি করে গায়ে মাখে ,
পদ্ম পাতার উপর শিশির বিন্দু ঝিকমিক করে হাসে,
প্রতিদিনকার জীবনে প্রকৃতির যে অজস্র আশীর্বাদ,
তাকেই হৃদয়ের অন্ত:স্হলে গভীর করে পাওয়া।
____________________________________________________________________________________________
No comments:
Post a Comment