মহান কবি নাজিম হিকমত কে
*************************
হে আমার প্রিয় কবি নাজিম হিকমত, কবে আসবে সেই সুসময়
যেদিন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অগনিত মানুষেরা ঘুরে দাঁড়াবে,
কবে আসবে সেই সুসময়
যেদিন জীবন্ত লাশ নয় মানুষ হয়ে উঠবে ইস্পাত ফলক
সব পঙ্কিলতা থেকে মুক্ত হবে মানুষের মন ,
কবে আসবে সেই সুসময়
যেদিন বন্ধ হবে রোজকার রক্তের হোলি খেলা,
অগনিত পাখীর সবথেকে মধুর কাকলীতে ভরে উঠবে বাতাস ,
কবে আসবে সেই সুসময়
যেদিন সমুদ্র হয়ে উঠবে সবথেকে উত্তাল ,
সবথেকে সুন্দর রঙিন প্রজাপতিরা ফুলে ফুলে মধু সঞ্চয় করবে ,
কবে আসবে সেই সুসময়
যেদিন সবথেকে উজ্জ্বল তারারা জয়্জযন্তির মূর্ছনায় মাতিয়ে দেবে মহাবিশ্বকে,
মাতৃগর্ভে জন্ম নেবে সবথেকে সুন্দর শিশুরা ,
কবে আসবে সেই সুসময়
যেদিন সমুদ্রে স্নান করে সবথেকে রক্তিম সূর্য্য রাঙিয়ে দেবে পৃথিবীকে,
যেদিন সবথেকে পূর্ণতা লাভ করবে মানব সমাজ।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
*************************
হে আমার প্রিয় কবি নাজিম হিকমত, কবে আসবে সেই সুসময়
যেদিন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অগনিত মানুষেরা ঘুরে দাঁড়াবে,
কবে আসবে সেই সুসময়
যেদিন জীবন্ত লাশ নয় মানুষ হয়ে উঠবে ইস্পাত ফলক
সব পঙ্কিলতা থেকে মুক্ত হবে মানুষের মন ,
কবে আসবে সেই সুসময়
যেদিন বন্ধ হবে রোজকার রক্তের হোলি খেলা,
অগনিত পাখীর সবথেকে মধুর কাকলীতে ভরে উঠবে বাতাস ,
কবে আসবে সেই সুসময়
যেদিন সমুদ্র হয়ে উঠবে সবথেকে উত্তাল ,
সবথেকে সুন্দর রঙিন প্রজাপতিরা ফুলে ফুলে মধু সঞ্চয় করবে ,
কবে আসবে সেই সুসময়
যেদিন সবথেকে উজ্জ্বল তারারা জয়্জযন্তির মূর্ছনায় মাতিয়ে দেবে মহাবিশ্বকে,
মাতৃগর্ভে জন্ম নেবে সবথেকে সুন্দর শিশুরা ,
কবে আসবে সেই সুসময়
যেদিন সমুদ্রে স্নান করে সবথেকে রক্তিম সূর্য্য রাঙিয়ে দেবে পৃথিবীকে,
যেদিন সবথেকে পূর্ণতা লাভ করবে মানব সমাজ।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment