বিন্দুতে দেখি সিন্ধু
**********************
কেমন ছিল সে বিন্দু
কথা হতে এল !
সে বিন্দু ফেটে
সৃষ্ট এ বিশ্বব্রম্ভান্ড
এ মহাকাশ মহাশূন্য।
কোথা আদি কোথা অন্ত
সবই অজ্ঞাত এখন
মহাকালের লিখন।
--
অযুত আলোকবর্তিকা
আবর্তিত বিশ্বচরাচরে
জ্বলে অনির্বান
কত সহস্র কটি নক্ষত্রপুঞ্জ
কেহ নাহি জানি
অদূরে দেখি যেন শুধু
অসংখ্য প্রদীপ আলোকশিখা
নাম জানা অল্প কিছু গ্রহ তারা
চিনি শুধু এ পৃথিবীরে।
--
রূপে লক্ষ্মী
গুণে স্বরস্বতী
মোদের এ পৃথিবী
শ্যামল সবুজ বনানী
ফসলে উর্বরা ভূমি
কত সহস্র নদী স্রোতস্বিনী
কত শত ঋজু পর্বতমালা
শৃঙ্গে বরফের মালা।
--
কোমল বিচিত্র হরিণ শাবক
কেশর মন্ডিত সিংহ রাজকীয়
চঞ্চল পাখীর মেলা কত তার রূপ
কত রঙ প্রজাপতি কি অপরূপ ,
কোকিলের কুহু তান
আর ভ্রমরের গুঞ্জন।
ময়ূর মেলেছে পেখম,
গরবিনী মরালী সাথে সন্তান সপ্তম।
--
কত সহস্র কুসুম কলি
ফুলে ফুলে মধু খায় অলি,
হাসে গোলাপ চামেলী
রজনীগন্ধা জুঁই শিউলী,
সুগন্ধে মাতোয়ারা ধরণী
জোৎস্নায় মাতাল যামিনী,
সাগর তটে ঢেউ দুর্বার দুরন্ত
নতুন সূর্য্য লালে লাল পূর্ব দিগন্ত।
----
**********************
কেমন ছিল সে বিন্দু
কথা হতে এল !
সে বিন্দু ফেটে
সৃষ্ট এ বিশ্বব্রম্ভান্ড
এ মহাকাশ মহাশূন্য।
কোথা আদি কোথা অন্ত
সবই অজ্ঞাত এখন
মহাকালের লিখন।
--
অযুত আলোকবর্তিকা
আবর্তিত বিশ্বচরাচরে
জ্বলে অনির্বান
কত সহস্র কটি নক্ষত্রপুঞ্জ
কেহ নাহি জানি
অদূরে দেখি যেন শুধু
অসংখ্য প্রদীপ আলোকশিখা
নাম জানা অল্প কিছু গ্রহ তারা
চিনি শুধু এ পৃথিবীরে।
--
রূপে লক্ষ্মী
গুণে স্বরস্বতী
মোদের এ পৃথিবী
শ্যামল সবুজ বনানী
ফসলে উর্বরা ভূমি
কত সহস্র নদী স্রোতস্বিনী
কত শত ঋজু পর্বতমালা
শৃঙ্গে বরফের মালা।
--
কোমল বিচিত্র হরিণ শাবক
কেশর মন্ডিত সিংহ রাজকীয়
চঞ্চল পাখীর মেলা কত তার রূপ
কত রঙ প্রজাপতি কি অপরূপ ,
কোকিলের কুহু তান
আর ভ্রমরের গুঞ্জন।
ময়ূর মেলেছে পেখম,
গরবিনী মরালী সাথে সন্তান সপ্তম।
--
কত সহস্র কুসুম কলি
ফুলে ফুলে মধু খায় অলি,
হাসে গোলাপ চামেলী
রজনীগন্ধা জুঁই শিউলী,
সুগন্ধে মাতোয়ারা ধরণী
জোৎস্নায় মাতাল যামিনী,
সাগর তটে ঢেউ দুর্বার দুরন্ত
নতুন সূর্য্য লালে লাল পূর্ব দিগন্ত।
----
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
17 Oct 2016
******
কোজাগরীর চাঁদ দেখতে গেলাম
চারিদিকের নিয়ন আলোর ঝলক,
বড়সড় চাঁদকে দেখতে পেলাম
নেই সেই আকাশ ভাসানো আলোক,
ঝিকিমিকি একঢাল তারাদের হারালাম
পৃথিবী যেন এক যান্ত্রিক জীবনের ফলক।
--
ধোঁয়াশায় মোড়া পূর্ণিমার আকাশ
অনুপস্থিত গ্রাম গঞ্জের খোলা মাঠে,
গুমোট ক্যানভাসে লোভের বাতাস
প্রকৃতির স্নিগ্দ্ধতা মুছে বারুদ ফাটে,
কোজাগরীর চাঁদে বিদ্রুপের আভাস
বিষন্নতা ছুঁয়ে গেছে গঙ্গার ঘাটে।
--
পূর্ণিমার চাঁদ বলে এতদিন
দেখেছ আমার কলংক যত
পৃথিবী ছিল ভাগ্যবতী বহুদিন
মানুষ নাকি সবচেয়ে উন্নত
তোমাদের লোভে কলংকিত পৃথিবীর আগামী দিন
সকল আশীর্বাদের মূল্যে প্রকৃতি আজ ক্ষত বিক্ষত।
___________________________________________________________________________________________
No comments:
Post a Comment