আউল বাউল মনের কথা !
**********************
চারি দিকে শুধু চাই চাই মন
দেহের প্রতিটি কোষজুড়ে খাই খাই,
আটপৌরে মমিজীবন,
খোঁপাভাঙ্গা চুলের বেমালমাল যাপন।
নেশায় ডুবে থাকা ঘুণধরা মন,
লালসার উল্কাপাত পুড়ছে আমার শহর।
----
গ্রামগুলি পড়ে আছে
নামগোত্র হীন জংলা জমির মত,
ঝড়ের ভ্রুকুটি, শব্দহীন চোখের জলে
ডুবে যাচ্ছে আমার দেশ,
মেঘেদের হৃদয় মোচড়ানো কান্নায়
ভাসে গাছেদের কুশপুত্তলিকা।
----
এক পাঁজর ভাঙা শূন্যতা আর
নিঃসীম দ্বিপ্রহরের একাকিত্ব,
সমস্ত পৃথিবীটাকে গিলে খাবার
উদগ্র বাসনার অনুরণন চারিধারে,
কুঁয়োর ব্যাঙের মত কালাতিপাত
মহুলফুল, লাল পাহাড়ির দেশে
আজ গ্রহণের কালো ছায়া।
----
ডানা ঝাপটানো ইচ্ছেরা কুন্দ আর
ফনী মনসার ঝাড়ে মাথা খুুঁড়ছে,
শাল পিয়ালের বনে লেগেছে আগুন
গাছের বাকল, দীঘল চোখ মেলে তাকিয়ে,
খসে পরা তারাদের মৌচাক মন
শিউলিগন্ধ ভোরের আশায় জেগে।
----
শুরু হোক বোধন
বেজে উঠুক ডাকাতিয়া বাঁশী,
আলুথালু ভাবনা, ভুলভাল আবেগ
ছড়ানো ছিটানো ছন্নছাড়া মেঘরা,
মায়াময় দ্বীপগুলিতে বারোমাসি স্বপ্ন
সব মিলে এক বিদ্রোহী প্রতিচ্ছবি।
---
হৃদয়ে আলোঝরা রোদের ছোঁওয়া
ফুসফুস ভরে মহুল বাতাসের ঘ্রাণ,
রাত্রির সাগরে ডুব দিয়ে উঠে
চাঁদ ঝুলে থাকুক ছাদের কার্নিশে,
চলমান সময়ের নুপুর ঝংকার,
আঁচল ভরা গোধূলি আলোতে
সেজে উঠুক পৃথিবী।
-----
পাখীর পালকে লুকিয়ে থাকা
স্বপ্নরা ডানা মেলুক,
আগামী দিন দেখুক
রোদ গলানো সোনার ফসল,
আবার জেগে উঠুক প্রবাল দ্বীপ,
অজন্তা-ইলরার মুঠো ভরা জ্যোৎস্না
সিক্ত করুক মানুষের মন,
হরপ্পার আকাশে অগণিত গ্রহদের হাট বসুক।
----
দিনবদলের দুরন্ত কোলাহল জেগে উঠুক
বৃষ্টিভেজা স্বপ্নগুলি প্রজাপতির ডানায় ভেসে চলুক,
গুড়ি মেরে ঢুকুক বেপরোয়া সূর্যের আলো
মায়াবী আলোআঁধারের মধ্য দিয়ে
তির তির করে বয়ে চলে সময়,
ভোরের শিশিরসংপৃক্ত কবিতায়
আছন্ন করুক মানবমন।
----
অন্তরে কত ইচ্ছা, সাদাকাল ছবির স্মৃতি,
আজীবনের সাধগুলি মুক্ত বিহঙ্গের মত
সাঁতার কাটতে চায় নীল আকাশে,
মনের গভীরে সুপ্তআখরগুলি
বৈরাগী আলোয় চিত্রপটে ভেসে উঠুক
এক ঘুমভাঙানী সাগর তটে,
পানকৌড়ি দুপুরে রামধনু কলমে
লেখা হোক বাউল জীবনকথা।
----
শিমুল পলাশের আদর মেখে উঠুক
নতুন এক সূর্য্যমুখী ভোর,
এক আকাশ আদর মেখে
রক্তিম শিশু সূর্যের আলো
ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তরে ,
ধরণীর কোনে কোনে
রাঙিয়ে তুলুক মানুষের মনকে
এক নতুন চেতনার রঙে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment