17 Jun 2024

যাপন

যাপন
**********

এক আকাশ স্বাধীনতা আর
ভূমিতে নিরাপত্তার আশ্রয় 
একটা মনকেমনের নদী  
কোথায় হারিয়ে গেছে!
--------
চাটুকারিতা, ভালবাসার আতিশয্য
পতনের পিচ্ছিল সোপান মাত্র। 
হাসি -আনন্দে- সুখ -শান্তির  
সূর্য ডোবে কান্নার সমুদ্রে।
-------
বিষে জর্জরিত মন
ছড়ায় বাতাবরণে বিষ,
নিঃশ্বাসে বিষ, চিন্তায় বিষ, 
বিষবৃক্ষ জীবন।
-----
বিবেক তুমি আজ কোথায়, 
তোমার অস্তিত্ব কি বিলীন হতে চলেছে।
অসহ্য এক স্থবিরতা, 
পাঁজর ভাঙা শূন্যতা 
দানা বেঁধেছে শরীর-মন জুড়ে 
-----
জীবনে ছিল এক মহাসাগর ভরা স্বপ্ন
এক আকাশ গোধূলি রঙা ইচ্ছে,
মহুলের গন্ধমাখা ঝোড়ো বাতাস
তরুণ দামাল বৃষ্টিঝরা উছ্বলতা ;
আজ শুধু একাকিত্বের হাহাকার।
-----

ছিল পাহাড়ের প্রমান প্রতিজ্ঞা
অরুন আলোর উদ্যম
জোৎস্না মেদুর ভালবাসা
মেঘআলোর জাফরীকাটা বাউলমন
যা ঝর্ণার কলতানে
সবুজ হাসি হাসতো।
-------
যতই কাঁটাতারে ঘের দাও
মানবতা কিন্তু সদাই মুক্ত।
যতই নিঃশ্চিদ্র পাহারা বসাও,
মানজাতির জন্মস্থান এই পৃথিবী।
জীবন যদিও পদ্মপাতায় জল,
মানবজন্ম কিন্তু চিরস্বাধীন।
------
পৃথিবীকে যাাঁরা দিতে চেয়েছিল
মহাকাশ জোড়া এক অনন্য রামধনু
যাঁরা সূর্য ধরতে চেয়েছিল
তাঁদের পথ তো আজও
আলোর দ্যুতি ছড়াচ্ছে। ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=




No comments:

Post a Comment